Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় কর্মশালা

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাঙ্কুয়েট হলে ২৬ ডিসেম্বর “বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প গবেষণা ও উন্নয়ন : সরকারি-বেসরকারি উদ্যোগের সেতুবন্ধন” শীর্ষক এক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়। ইনোভেশন হাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এসিআই লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আলী আকবর, এসিআই লিমিটেডের  চেয়ারম্যান আনিস-উদ-দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। বিশ^বিদ্যালয়ের পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইনোভেশন হাব অফ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক গোলাম মনওয়ার কামাল, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক (এগ্রিবিজনেস) ড. এফ এইচ আনসারী,  টেকনিক্যাল ডিভিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এম এ সাত্তার ম-ল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, আমাদের অর্থনীতি এখনো অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষিকে যুগোপযোগী ও আধুনিক করা ছাড়া কোনো বিকল্প নেই। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ