পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শরীয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের যমুনা ফিউচার পার্ক শাখা মঙ্গলবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হামিদ মিঞা। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের পরিচালক কাজী সিরাজুল ইসলাম এম জে এফ। অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, এবিএম মোকাম্মেল হক চৌধুরী, মানবসম্পদ বিভাগের প্রধান ও এসভিপি মোঃ মাইনুল ইসলাম চৌধুরী, যমুনা গ্রুপের যমুনা বিল্ডার্স লিঃ এর পরিচালক (সেল্স অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আমিনুল হাসান, ডেভেলপার প্লাসের সিইও, বীর মুক্তিযুদ্ধা কামরুল এ চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন যমুনা ফিউচার পার্ক শাখার শাখা প্রধানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।