Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থীকে সমর্থন বাংলাদেশের

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতারের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে ইউনেস্কোয় কাতারের প্রার্থী কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থনের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ড. হামাদ ইউনেস্কোর মহাপরিচালক পদে তার প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি এই পদে ড. হামাদের প্রার্থীতায় খুশি হয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, আমি এ পদে আপনার প্রার্থীতায় খুশি হয়েছি এবং আপনি আমাদের সমর্থন পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, আরব দেশগুলোর একজন প্রার্থী এ পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি আনন্দিত। কাতারের আমিরের উপদেষ্টা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী অক্টোবরে এই ভোট প্যারিসে অনুষ্ঠিত হবে। এই পদে তার প্রার্থীতা ঘোষণার পর ড. হামাদ তার প্রচারণায় সর্বপ্রথম বাংলাদেশ সফর করছেন।
প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, ভ্রাতৃপ্রতীম দেশ দু’টির সম্পর্ক আগামী দিনে অধিকতর সুসংহত হবে। তিনি তার কাতার সফরের কথাও স্মরণ করেন। মুসলিম বিশ্বে একজন মহিলা নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ড. হামাদ বলেন, অন্যদের তাকে অনুসরণ করা উচিত।
তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থ-সামাজিক ও শিক্ষা খাতে বাংলাদেশের বিশাল সাফল্যেরও প্রশংসা করেন। শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচন হচ্ছে তার সরকারের প্রধান লক্ষ্য। দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে বৈঠকে আমীরের উপদেষ্টা বলেন, এটি সুবিধাজনক সময়ে নিষ্পন্ন হবে।
কুয়েতের আমীরের উপদেষ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নে ইউনিস্কোর আমীর জাবের আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ পুরস্কারের আন্তর্জাতিক জুরি বোর্ডে চেয়ারপারসন হিসেবে সায়মা ওয়াজেদ হোসেইনের নির্বাচনের কথা উল্লেখ করেন।
ড. হামাদ বলেন, তিনি বাংলাদেশ অটিজমের জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেইনের অটিজম ও শিশু প্রতিবন্ধী কর্মকা- এবং অন্যান্য মহৎ কর্ম সম্পর্কে অবহিত আছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ও বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনেস্কোর মহাপরিচালক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ