Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকটুকি আর হালুমদের মাঝেই শিশুদের আনন্দ

রাহাদ উদ্দিন | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

উদ্বোধনের পর শুরু থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার তৃতীয় দিনের মাথায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন থেকেই জমে উঠে মেলা। গতকাল শনিবারও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় ছিল বইপ্রেমীদের ঢল। এদিন সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে শিশু চত্বর। অভিভাবকদের সঙ্গে দলবেঁধে মেলায় এসেছে নানা বয়সের শিশু-কিশোররা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে দেখছে নিজেদের পছন্দের বই। কেউবা মেতে উঠেছে সিসিমপুরের হালুম আর টুকটুকির সাথে নাচ গানে। যেন তাদের মাঝেই শিশুদের আনন্দ।

গতকাল শনিবার বেলা ১১টায় বইমেলার দ্বার খুলতেই অভিভাবকের সঙ্গে ভিড় করতে থাকে শিশু-কিশোররা। সকালে মেলা ঘুরে দেখা যায়, অমর একুশে বইমেলার মূল অংশ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানের বাংলা একাডেমির সামনের গেইট সংলগ্ন শিশুচত্বরে ছিল শিশুদের উপচে পড়া ভীড়। মেলায় আসা শিশু-কিশোরদের বইয়ের পছন্দের তালিকায় রয়েছে কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, গণিত নিয়ে মজার খেলা ও ছড়ার বইগুলো।

ছুটির দিনে মেলায় শিশু-কিশোরদের আগমনে বিক্রি বেড়েছে মেলার শিশু চত্বরের স্টলগুলোতে। এই অংশের স্টল মালিকরা জানান, ছুটির দিন ছাড়া অন্য দিন মেলায় শিশু-কিশোরদের উপস্থিত কম থাকে। কারণ, অভিভাবকদের ছাড়া তারা আসতে পারে না। তাই এই সময় শিশু চত্বরে বইয়ের বেচা-কেনাও কম হয়। শুক্র-শনিবার অভিভাবকরা শিশু-কিশোরদের মেলায় নিয়ে আসেন। এই দুই দিন বিক্রিও অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।

শিশু চত্বরের সিসিমপুরের বিক্রয়কর্মী রাইদা বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ বিক্রি অনেক বেশি হচ্ছে। সকাল থেকে অভিভাবকরা শিশুদের নিয়ে মেলায় আসছেন। শিশুরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনছে। সিসিমপুর প্রকাশনীর মজায় মজায় লিখি ও পড়ি কিনেছেন ৭ বছরের শিশুকন্যা আফতাব নগরের মাদরাসাতুল মানারের প্লের শিক্ষার্থী আকসা। আকসা বলেন, সিসিমপুর দেখতে খুব পছন্দ করি। কিন্তু আব্বু আম্মু ব্যস্ত থাকায় আমাকে নিয়ে আসে না। আজ আম্মু সাথে করে নিয়ে এসেছে। অনেক মজা হয়েছে।
সেলিম রেজার জ্ঞানের রাজ্যে বইটি কিনেছেন ৩য় শ্রেণির শিক্ষার্থী মমতাহীন। সকাল ১১ টা থেকে মেলায় এসে সিসিমপুরের আয়োজন উপভোগ করেছেন। তিনি বলেন, বাসায় সবসময় আমি সিসিমপুর দেখি। টুকটুকি আর হালুমের অভিনয় অনেক ভালো লাগে।

গতকাল শনিবার মেলায় নতুন বই এসেছে ১১৩টি। বিকেল ৪টায় বইমেলার মূল অংশে অনুষ্ঠিত হয় স্মরণ : ড. আকবর আলি খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুল ইসলাম ভুইয়া। আলোচনায় অংশগ্রহণ করেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল এবং কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাদিক।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ফারুক হোসেন, আবদুল বাছির, ইসহাক খান এবং আফরোজা সোমা। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অসীম সাহা, অঞ্জনা সাহা এবং ফরিদ কবির। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মো. রফিকুল ইসলাম, অলোক কুমার বসু এবং মিজানুর রহমান সজল। এছাড়া ছিল গোলাম কুদ্দুছ-এর নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী দিল আফরোজ রেবা, চন্দনা মজুমদার, আব্দুল লতিফ শাহ এবং শাহ আলম দেওয়ান। যন্ত্রাণুষঙ্গে ছিলেন তুলসী সাহা (তবলা), ডালিম কুমার বড়–য়া (কী-বোর্ড), রতন কুমার রায় (দোতারা), মো. ফায়জুর রহমান (বাঁশি)।

আজকের সময়সূচি: আজ রোববার অমর একুশে বইমেলার ৫ম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় ইমেলার মূল অংশে অনুষ্ঠিত হবে স্মরণ : সমরজিৎ রায় চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জাহিদ মুস্তাফা। আলোচনায় অংশগ্রহণ করবেন মইনুদ্দীন খালেদ, মুস্তাফা জামান এবং আনিসুজ্জামান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী হাশেম খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুকটুকি আর হালুম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ