পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাই করবে এরিকসন। দেশটির সবচেয়ে বড় ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় ইতালিতে নিযুক্ত কর্মী সংখ্যা কমিয়ে আনার এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইতালির সিকে হাচিনসন হোল্ডিংস লিমিটেড ও ভিম্পেলকম লিমিটেডের সঙ্গে একীভূত হওয়া ও তাদের নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পায়নি এরিকসন। এ কারণে ইতালিতে নিজেদের কর্মী বাহিনী সংকোচনের নীতি গ্রহণ করছে সুইডিশ কোম্পানিটি। চুক্তিটি ছিল প্রায় ১০০ কোটি ডলারের। কিন্তু তা করতে ব্যর্থ হয়েই ইতালিতে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত সেপ্টেম্বরে হাচিসনের থ্রি ইতালিয়া ও ভিম্পেলকমের উইন্ড টেলিকমিউনিক্যাজিওনি এসপিএর একীভূতকরণের অনুমতি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ফলে একীভূত কোম্পানিটি দেশটির সবচেয়ে বড় মোবাইলফোন নেটওয়ার্কের স্বত্বাধিকারী হয়। এ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে এরিকসন। এ লক্ষ্যে তারা হাচিসনের নেটওয়ার্ক ও উইন্ডের একাংশের সঙ্গে যুক্ত হতেও সমর্থ হয় বলে মাঝখানে জানানো হয়। কিন্তু শেষ পর্যন্ত ইতালির সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এরিকসনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। চীনের জেডটিই করপোরেশন এ চুক্তি করতে সমর্থ হবে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।