Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিকস ব্যাংকের প্রথম ঋণচুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : প্রথমবারের মতো ঋণচুক্তি স্বাক্ষর করেছে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এনডিবি। চুক্তি অনুযায়ী, চীনের একটি সৌর প্রকল্পের অর্থায়নে সাড়ে ৭ কোটি ডলার ঋণ দেবে এনডিবি। উদীয়মান ও উন্নয়নশীল দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অবকাঠামো খাতে অর্থায়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রিকস গঠন করা হয়। গত বছর এপ্রিলে সাংহাইয়ে যাত্রা করে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এনডিবি। চলতি বছরের এপ্রিলে ৮১ কোটি ১০ লাখ ডলারের ঋণ প্রকল্পে অনুমোদন প্রদান করলেও চলতি সপ্তাহে প্রথমবারের মতো ঋণচুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এনডিবি, চীনের অর্থ প্রতিমন্ত্রী শি ইয়োবিন ও সাংহাই মিউনিসিপাল গভর্নমেন্টের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সাংহাই লিনগাং হোংবো এনার্জি ডেভেলপমেন্ট কোম্পানিকে ঋণ দেয়া হবে। ১৭ বছর মেয়াদি ঋণের অর্থে সাংহাইয়ের নিকটবর্তী লিনগাং শিল্প এলাকায় নতুন একটি সৌরবিদ্যুত প্রকল্প গড়ে তুলবে কোম্পানিটি। তিন বছরে মূল প্রকল্পের আওতায় আরো কিছু উপপ্রকল্পের মাধ্যমে এ বিদ্যুকেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন করবে লিনগাং। ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন এ সৌরবিদ্যুত প্রকল্পে ফটোভোলটাইক (পিভি) প্রযুক্তি ব্যবহার করা হবে। এনডিবির প্রেসিডেন্ট কেভি কামাথ জানান, সৌরবিদ্যুত্ ভবিষ্যত্মুখী ও পরিবেশবান্ধব প্রকল্পের উত্কৃষ্ট উদাহরণ। এ খাতে ব্যয় করাকে জনকল্যাণকর ‘সবুজ বিনিয়োগ’ বলে আখ্যায়িত করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ