Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকাশ-এ পেমেন্ট করা যাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফি

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিকাশ গ্রাহকেরা এখন থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি, ভর্তি ফি পরীক্ষার ফি’সহ অন্যান্য ফি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। সম্প্রতি বিকাশ ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর মাঝে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। কামাল কাদীর, চিফ এক্সিকিউটিভ অফিসার, বিকাশ এবং ড. এম এ মান্নান, ভিসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র সরকারি দূরশিক্ষণ প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। বিকাশ ব্যবহকারীকে প্রথমে *২৪৭# এ ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ নির্বাচিত করে ‘পেমেন্ট পছন্দ করতে হবে। এরপরে বেশ কিছু ইন্টার‌্যাক্টিভ ধাপ অনুসরণ করে পেমেন্ট করা যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ-এর চীফ কমার্শিয়াল অফিসার, রেজাউল হোসেন, চীফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো: মনিরুল ইসলাম, হেড অব বিজনেস সেলস, গোলাম আঞ্জুমানারুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর প্রো-ভিসি প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ