পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট ও ভাইস- প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। ২০১৭ সালের জন্য এমসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটস্-এর জ্যেষ্ঠ অংশীদার ব্যারিস্টার নিহাদ কবির। তিনি কাদের টি কোম্পানি এবং দৈনিক সংবাদের পরিচালক। এছাড়া এমসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিএটিবিসির চেয়ারম্যান গোলাম মাঈনুদ্দিন। সোমবার এমসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাদেরকে নির্বাচিত করার বিষয়টি জানানো হয়। এমসিসিআইয়ের নির্বাহী কমিটিতে রয়েছেন আনিসউদ্দৌলা, তাবিথ এম আউয়াল, তপন চৌধুরী, সিমিন হোসেন, এ কে এম রফিকুল ইসলাম, রুবাইয়াত জামিল, হাবিবল্লাহ এন করিম, হাসান মাহমুদ, সৈয়দ নাসিম মঞ্জুর এবং ফ্রাঙ্কোস ডি মেরিকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।