Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি ব্যাংক অনলাইন ব্যাংকিংয়ে পিছিয়ে

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : অনলাইন ব্যাংকিংয়ে বেসরকারি ও বিদেশি ব্যাংকের ব্যাপক উন্নতি হয়েছে। তবে অনেক পিছিয়ে আছে সরকারি ব্যাংকগুলো। রোববার বিআইবিএম আয়োজিত আইটি-বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন বক্তারা। বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে ‘ব্যাংকের ব্যবসা ও মুনাফা বৃদ্ধিতে আইসিটির প্রভাব’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। বিআইবিএমের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, শিহাব উদ্দিন খান ও সহকারী অধ্যাপক কানিজ রাব্বি এটি তৈরি করেন। মাহবুবুর রহমান আলম বলেন, অনলাইন ব্যাংকিংয়ে বেসরকারি ও বিদেশি ব্যাংক ভালো অবস্থানে থাকলেও সরকারি ব্যাংকের অবস্থা খুবই খারাপ। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে ব্যাংকিং খাতে আইসিটির ব্যবহার শুরু হয়। তখন একজন কর্মী গড়ে ৪১ কোটি টাকা লেনদেন করতেন। ২০১৫ সালে তা চারগুণ বেড়ে ১৬০ কোটি টাকা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ