টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
দেশের বাজারে এসেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস-এর নতুন আল্ট্রাবুক আসুস জেনবুক ৩ (ইউ এক্স ৩৯০)। নতুন এই আল্ট্রাবুক-এর বাইরের গড়নে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়, যা আর ১০টি সাধারণ নোটবুক থেকে একে ৫০ শতাংশ বেশি শক্তিশালী করেছে বলে জানিয়েছে নির্মাতারা। রয়াল ব্লু রঙের এই নোটবুক-এর চারপাশে রাখা হয়েছে সোনালি ফ্রেম আর এর সঙ্গে মিলিয়ে এর কিবোর্ডে যোগ হয়েছে সোনালি ব্যাকলিট। বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এক বিবৃতিতে জানায়, জেনবুক ৩-এর ডিসপ্লে’র বেজল অত্যন্ত কম হওয়ায় এতে রয়েছে ৮২ শতাংশ স্ক্রিন বডি অনুপাত। ৭.৫ মিলিমিটার বেজল এ মোড়ানো ১২.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেটিতে সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪। ৯১০ গ্রামের এই আল্ট্রাবুকটি ১১.৯ মিলিমিটার পুরু। জেনবুক ৩ এ ব্যবহার করা হয়েছে ইনটেল-এর ৭ম জেনারেশানের কোর আই ৭ প্রসেসর। এতে আরও থাকছে ৫১২ গিগাবাইটের ৩য় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি ও ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম। অডিও প্রযুক্তি নির্মাতা হারমান/কারডন আর আসুস-এর নিজস্ব সনিকমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টইন চারটি স্পিকার। এতে থাকছে ৪০ ওয়াটের লিথিয়াম পলিমার ব্যাটারি, যা ৯ ঘণ্টা পর্যন্ত নোটবুকটিকে সচল রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় ৪৯ মিনিটে এটি ৬০ শতাংশ পর্যন্ত চার্জ নিয়ে নিতে পারে বলেও জানানো হয়েছে। আসুস জেনবুক ৩-এ আরও থাকছে জেনুইন মাইক্রোসফট উইন্ডোজ ১০ প্রো। সঙ্গে রয়েছে টাইপ-সি পোর্ট, ব্লুুটুথ ৪.১, ডুয়াল ব্যান্ড ৮০২.১১ এসি ওয়াইফাই, কার্ড-রিডার, কমবো অডিও জ্যাক ও এইচডিএমাই পোর্ট। বাংলাদেশের বাজারে নোটবুকটি পাওয়া যাবে রয়াল ব্লু রঙে। আসুস এর এই আল্ট্রাবুকটির দাম ধরা হয়েছে ১,৩৯,০০০ টাকা।
স আকাশ নিবির
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।