পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশান লেকসমূহে পরিবেশ দূষণকারী বর্জ্য নিষ্কাশনের ওপর রুলজারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয় গঠিত বেঞ্চ জনস্বার্থে দুই আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার রুল জারি করেন। গুলশান এলাকার লেকগুলোয় সুয়ারেজ ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য নিষ্কাশনের ব্যাপারে নিষেধাজ্ঞা কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, পরিবেশ সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পাশাপাশি রাজধানীর গুলশান ও এর পাশের এলাকার পয়োবর্জ্য বর্তমানে কীভাবে নিষ্কাশিত হয়Ñ তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে ওয়াসার চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত ও সীমা হায়দার চৌধুরী মঙ্গলবার রিট আবেদনটি করেন, যার ওপর গতকাল শুনানি হয়। রিট আবেদনকারীরা নিজেরাই শুনানিতে অংশ নেন।
তারা বলেন, গুলশান-বারিধারা ও গুলশান-মহাখালী লেকসমূহ পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে সরকার ও আদালত কর্তৃক ঘোষিত হওয়ার পরও গুলশান ও বারিধারার স্যুয়ারেজের একটি বৃহৎ অংশ সরাসরি ড্রেনের মাধ্যমে গুলশান লেকসমূহে নিষ্কাশন করা হয়। ফলে গুলশান লেক ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে ও এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। এটি সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।