পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই। কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তও রয়েছে।
আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে সবচেয়ে বেশি উদ্বৃত্ত। নেপালে বাংলাদেশ রফতানি করে ২৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ১৩ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
বাণিজ্যমন্ত্রী জানান, মালদ্বীপ থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং দেশটিতে রফতানি করে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে ৪ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার।
আফগানিস্তানে বাংলাদেশ রফতানি করে ৪ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর আফগানিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
তোফায়েল আহমেদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মোট ৫ হাজার ২৮৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে ৫ হাজার ৮১১ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর ৫২৭ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ৪২৩ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, ভুটানের সঙ্গে ২৩ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কার সঙ্গে ২০ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।