Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলোকে সব ধরনের কার্যক্রমে সহায়তা দেবে বিসিসি

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও চলো টেকনোলজিস লিমিটেডের (চলো) মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বিসিসির পক্ষে এর পরিচালক (ট্রেনিং) মোহাম্মদ এনামুল কবির এবং চলোর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান শুভ সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এখন থেকে চলো এবং বিসিসি একযোগে কাজ করবে। চুক্তির আওতায় বিসিসি চলোকে তাদের কার্যক্রমে সব ধরনের সহায়তা করবে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃতির জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কিংবা সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনেও কার্যকর ভূমিকা পালন করবে বিসিসি। ভবিষ্যতে চলোকে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনেরও সুযোগ দেবে বিসিসি। এছাড়া বাংলাদেশে ই-কমার্স খাতের উন্নয়নের জন্য চলোকে বিশেষ ধরনের সুবিধা সরবরাহ করবে আইসিটি বিভাগের অন্যতম এ সংস্থা। অন্যদিকে এই চুক্তির আওতায় দেশের সবকটি জেলায় ২০২০ সালের মধ্যে চলোকে তাদের সেবা বিস্তৃত করতে হবে। আইটি সেক্টরে বিসিসি ও বাংলাদেশ আইসিটি বিভাগের অবদানকে আরও ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে কাজ করতে হবে। আইসিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ব্যবস্থার সব ধরনের সমস্যার কথা জনগণের সামনে তুলে ধরতে হবে। তবে এসব কাজ করতে গিয়ে চলোকে সরকারের সব আইন মেনে চলতে হবে। প্রতিষ্ঠানটি তাদের নতুন সব প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ও অন্যান্য সেবা ক্ষেত্রের সমস্যা সমাধানের চেষ্টা করবে। বিসিসির গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে চলোকে বিভিন্ন তথ্য সরবরাহের মাধ্যমে তাদেরকে সহায়তা করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ