পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পন্য প্রতিষ্ঠান বারকুডা নেটওয়ার্ক সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়িক পর্যায়ের ব্যক্তিদের সম্মানে একটি পন্য ও প্রাতিষ্ঠানিক উপস্থাপনা অধিবেশন আয়োজন করে। প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা সমাধান, সফটওয়্যার উন্নয়ন সহ তথ্য নিরাপত্তা খাতে আন্তর্জাতিক সুনাম রয়েছে ব্যারাকুডার বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিবেশক টেকনিক কম্পিউটার (প্রাইভেট লিমিটেড) সম্প্রতি ঢাকার গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পরিচালনার ঘোষনা দেয়। ব্যরাকুডার ভারতীয় অঞ্চলের দেশীয় ব্যবস্থাপক মুরালি উরস এর উপস্থিতিতে এই ব্যবসায়িক সভায় বাংলাদেশের বানিজ্য ক্ষেত্রের দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।