পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন নেতৃত্ব পেল ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সংগঠনটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরীকে এবং মহাসচিব করা হয়েছে অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনকে। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক নেতা হিসেবেই চিকিৎসকদের কাছে পরিচিত। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
নাম ঘোষণার আগে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। যারাই দায়িত্বে এসেছেন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে চতুর্থ সম্মেলন হয়েছিল। সেই কমিটিতে সভাপতি হয়েছিলেন অধ্যাপক ডা. ইকবাল আর্সলান। আর মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ (ডা. এমএ আজিজ)।
১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য সংখ্যা ২০ হাজারের মত। গত বছর এই সম্মেলনে হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।