পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখাপত্র শুভঙ্কর সাহা বলেছেন, স্কিমিং ডিভাইস দিয়ে গ্রাহকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ডের তথ্য চুরি করে ২০ লাখ ৫৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বেসরকারি খাতের ইস্টার্ন, ইউসিবি, সিটি ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে এই টাকা তোলা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এসব ব্যাংক গ্রাহকের খোয়া যাওয়া অর্থ ক্ষতিপূরণ হিসেবে ফেরত দেবে। এদিকে আজ বৃহস্পতিবার এটিএম বুথে জালিয়াতির ঘটনায় যেসব গ্রাহকের টাকা খোয়া গেছে তাদের অর্থ ফেরত দেবে ইস্টার্ন ব্যাংক বলে ইস্টার্ন ব্যাংক সূত্রে জানা গেছে। গতকাল দেশে কার্যরত বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন শুভঙ্কর সাহা। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এটিএম জালিয়াতি প্রসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড ডিভিশন ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের (এডিসি) প্রধানদের সঙ্গে বৈঠক করে পেমেন্ট সিস্টেমস বিভাগ।
শুভঙ্কর সাহা বলেন, ৪টি ব্যাংকের ৬টি এটিএম বুথে স্কিমিং ডিভাইস স্থাপন করে দুর্বৃত্তরা। ওই সময় প্রায় ১২০০টি এটিএম কার্ডের লেনদেন হয়েছে। ফলে ওইসব কার্ডের তথ্য চুরি হওয়ার আশঙ্কায় কার্ডগুলো বন্ধ করে নতুন করে গ্রাহকদের কার্ড দেয়া জন্য নির্দেশ দেয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইস্টার্ন ব্যাংকের ২৮ গ্রাহকের কার্ড নকল করে ১৭ লাখ ৫৩ হাজার টাকা, সিটি ব্যাংকের ৪ গ্রাহকের ১ লাখ ৪০ হাজার, ইউসিবি’র ৭ গ্রাহকের ১ লাখ ২৬ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এক গ্রাহকের কার্ড ক্লোন করে ৪০ হাজার টাকা তুলে নিয়েছে সাইবার সন্ত্রাসীরা।
ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, সব বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসানোর নির্দেশ দেয়া হয়েছে। ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড বাদ দিয়ে ইএমভি চিপযুক্ত কার্ড প্রচলনের কথা বলা হয়েছে। দৈনিক ও প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দেয়ার বিষয়ে তাদের পরামর্শ চাওয়া হয়েছে। এছাড়া প্রতিদিন সিসিটিভি মনিটরিংসহ আগে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা যথাযথভাবে পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার এটিএম বুথে জালিয়াতির ঘটনায় যেসব গ্রাহকের টাকা খোয়া গেছে তাদের অর্থ ফেরত দেবে ইস্টার্ন ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ অর্থ প্রদান করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার উপস্থিতিতে গ্রাহকদের চেক হস্তান্তর করবে ব্যাংকটি। এসময় ইস্টার্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত শুক্রবার ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।