পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ঢাকায় অবস্থিত পাকিস্তানের দূতাবাস বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
গতকাল বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শাজাহান খান বলেন, স্বাধীনতার সাড়ে চার দশক পর যখন চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখন পাকিস্তানের গা জ্বালা করছে। পাকিস্তান সরকার মিথ্যাচার করে বলছে, বাংলাদেশের সঙ্গে তাদের কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধ নাকি ভারতের সঙ্গে হয়েছে। পাকিস্তানের এমন মিথ্যাচারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও। তিনি মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তাদের অবিলম্বে বিচার দাবি করেন।
কোনো ষড়যন্ত্র যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে পারবে না জানিয়ে নৌমন্ত্রী মন্ত্রী বলেন, খালেদা মানুষ হত্যা করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন। হরতাল-অবরোধ দিয়ে তিনি বলেছিলেন, বিজয়ের বেশে ঘরে ফিরবেন। তিনি (খালেদা) ঘরে ফিরেছেন ঠিক, তবে পরাজিত সৈনিকের বেশে। মানুষ হত্যার অপরাধে তারও বিচার করা হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে অপরাধের জন্য পাকিস্তান সরকার ক্ষমা চাওয়ার কথা ছিল এবং এর বিনিময়ে পাকিস্তানি অপরাধী সেনাদের ছেড়ে দেয়া হয়েছিল। আজও পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রকার ক্ষমা চায়নি। বরং বিভিন্ন সময় কটূক্তি করে মুক্তিযুদ্ধকে অবমাননা করে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া সম্পত্তি ফিরে আনারও দাবি জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলেই বিচারের আওতায় আনতে হবে। যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
আগামী ২ মার্চ প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ৩১ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেন শাহাজাহান খান।
সমাবেশে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সদস্য সচিব অভিনেত্রী রোকেয়া প্রাচী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশাসহ বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।