Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু : ইনু

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু। এদের কঠোরভাবে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের সাবলীল অগ্রগতি ব্যাহত হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ভাষা আন্দোলন এবং কমরেড মোহাম্মদ তোহার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ তোহা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তোহা তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মুক্তি সংগ্রামেও তোহার ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি বলেন, বাহান্ন, একাত্তর এবং নব্বইয়ের গণঅন্দোলনকে যারা অস্বীকার করে তারা দেশ, সংস্কৃতি ও ধর্র্মের শত্রু। তাদের উচিত পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেখানে চলে যাওয়া।
সাম্যবাদী দল আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া। এতে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য এম গনি, ন্যাপের সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু : ইনু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ