Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাদ্যমন্ত্রীর স্বয়ংক্রিয় রাইস সাইলো পরিদর্শন

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এক সরকারী সফরে গত বুধবার বিকেল ৫ টায় বগুড়ার সান্তাহারে নব নির্মিত স্বয়ংক্রিয় রাইস সাইলোর কাজের গুনগত মানসহ সাইলোর সাথে রেল লাইন সংযোগ কাজ পরিদর্শন করেন। উল্লেখিত সাইলোটি ২০১৪ সালের নভেম্বর মাসে উদ্বোধনের কথা ছিল। সাইলোটি উদ্বোধন বিলম্ব হওয়া ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বয়ংক্রিয় রাইস সাইলোর নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, তবে নতুন করে সোলার সিষ্টিম এর কাজ সংযুক্ত হওয়ায় এবং স্টাফ কোয়াটার সহ চলমান আনুসাঙ্গিক কাজ শেষ হলেই এটি চালু করা সম্ভব হবে। পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা সহ খাদ্য বিভাগের কর্মকর্তা গন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যমন্ত্রীর স্বয়ংক্রিয় রাইস সাইলো পরিদর্শন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ