Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশে প্রতিদিন গড়ে ১১৮ দুর্ঘটনা ঘটছে

গবেষণা সংগঠন সেভ দ্য রোডের প্রতিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

চলতি বছর অক্টোবরে ৩ হাজার ৬৬০টি দুর্ঘটনা ঘটেছে সারা দেশে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫০৭ জন। আহতের সংখ্যা ৩ হাজার ৭৭৫। মাসটিতে প্রতিদিন গড়ে ঘটেছে ১১টি দুর্ঘটনা। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনা মুক্ত করার লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী ও গবেষণা সংগঠন সেভ দ্য রোড’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা বলেন, সেভ দ্য রোড ২০০৭ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছর ধরে বাইকলেন, পাঁচ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ, সিসিক্যামেরা স্থাপন করার দাবি জানিয়ে আসছে। আর তা বাস্তবায়ন না করার কারণেই অক্টোবর মাসে গড়ে প্রতিদিন ১১৮টি দুর্ঘটনা ঘটেছে, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১২১ জন, নিহত হয়েছেন ১৬ জন। এছাড়া, ৭৬৩টি মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৯১ জন এবং নিহত হয়েছেন ৬০ জন।

অন্যদিকে, ১০০৯টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১০৪৪ জন এবং নিহত হয়েছেন ২৯৭ জন। এর বাইরে, ৮৯১ টি ট্রাক দুর্ঘটনায় আহত ৯৮৮ জন ও ৮০ জন নিহত হয়েছেন। ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজিসহ মাঝারি ওক্ষুদ্র ধরণের বাহনে ৯৯৭ টি দুর্ঘটনায় আহত ১১৭২ এবং নিহত হয়েছেন ৭০ জন। নৌ-পুলিশসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা এবং চালক-শ্রমিক ও যাত্রীদের অসচেতনতার কারণে ১২৮টি দুর্ঘটনায় ১৬৫ জন আহত এবং ৩৩ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, রেলপথ দুর্ঘটনারোধে কর্তৃপক্ষের উদাসীনতা; অরক্ষিত রেলক্রসিং ও অব্যবস্থাপনার কারণে ৯৯টি দুর্ঘটনায় ১১১ জন আহত এবং ২৬ জন নিহত হয়েছেন। সেই সাথে চরম অব্যবস্থাপনার কারণে প্রতিদিন ৩০০ আকাশপথ যাত্রীকে ভোগান্তি সহ্য করতে হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৭টি জাতীয় দৈনিক, বিভিন্ন সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক্স চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারাদেশে সেভ দ্য রোড’র স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা ঘটছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ