Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের ভেতরে স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণে শেয়ারট্রিপের ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৪:৫৩ পিএম

গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। শেয়ারট্রিপের এ বিমা কাভারেজ সুবিধা গ্রাহকদের বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থায় সুরক্ষা প্রদান করবে। ফলে, এখন থেকে ভ্রমণপিপাসুরা দেশের ভেতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন। সোমবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভ্রমণের সময় কোভিড-১৯ ও ডেঙ্গুসহ যে কোন ধরনের রোগে আক্রান্ত হলে শেয়ারট্রিপের গ্রাহকরা ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সুবিধা পাবেন। দেশের ভেতরে ভ্রমণের সময় হুট করে হাসপাতালে ভর্তি ও মৃত্যুজনিত ঘটনা ঘটলেও এ বিমা সেবাটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে। ভ্রমণ সব সময় আনন্দের; তবে এতে অনিশ্চয়তাও রয়েছে। ভ্রমণের সময় ভ্রমণকারী ও তাদের প্রিয়জনের মাঝে এক ধরনের উদ্বেগ দেখা যায়। দেশের ভেতরে নির্বিঘেœ ভ্রমণের জন্য গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে, যা ভ্রমণকারীদের যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে। শেয়ারট্রিপের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যেসব গ্রাহক ফ্লাইট বুকিং দিবেন তারা এ বিমা কাভারেজ বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

এ নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ঘর থেকে বেরিয়ে অদেখাকে রোমাঞ্চকরভাবে উপভোগ করি। এ ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আমরা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ভ্রমণকারীদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছি। এ সেবা চালুর ফলে, আমাদের গ্রাহকরা মানসিক প্রশান্তি নিয়ে ভ্রমণ করতে পারবেন; তাদের মাঝে থাকবে না কোন আর্থিক চাপ, উদ্বেগ ও অনিশ্চয়তা।”

গ্রাহকদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন চাহিদা পূরণে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে শেয়ারট্রিপ। ফ্লাইট ও হোটেল বুকিং, ভিসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হলিডে প্যাকেজ সংক্রান্ত সল্যুশনগুলো শেয়ারট্রিপ কিছু ক্লিকের মাধ্যমেই প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায়, ভ্রমণের সময় স্বাস্থ্য বিষয়ক যেকোন অনাকাঙ্ক্ষিত জটিলতায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতেই ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সুবিধা নিয়ে এসেছে শেয়ারট্রিপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ