Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে লেনদেনে পতন

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমে শেষ হয়েছে গতকালের লেনদেন। তবে উভয় বাজারে লেনদেনে আগের কার্যদিবসের চেয়ে পতন হয়েছে। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫০ কোটি ৫২ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। কিন্তু সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ১৯ পয়েন্ট কমেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭৪১ কোটি ২৩ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৮২৩ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮২ কোটি ৪০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৭ পয়েন্টে এবং ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ২৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মবিল যমুনা, আরএসআরএম স্টিল, আইডিএলসি, ইফাদ অটোমোবাইল, গোল্ডেন হার্ভেস্ট, ন্যাশনাল টি, এএফসি অ্যাগ্রো, সিএমসি কামাল এবং অ্যাপোলো ইস্পাত।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৫ কোটি ৬৬ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৭৫ লাখ টাকার বেশি। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে ৯ হাজার ৮১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৬৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫৪ দশমিক ০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ২৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সামিট পোর্ট, এপেক্স ফুটওয়্যার, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, ফরচুনা সু, ন্যাশনাল টি, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকা-বাংলা ফিন্যান্স এবং আরগন ডেনিমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পতন

১১ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২
৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ