Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বারবার বৃষ্টি হওয়ায় ডেঙ্গু বাড়ছে

ক্লিন আপ ক্যাম্পেইন’ উদ্বোধনকালে তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। বার বার বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে। আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যতিত। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার।

আজ রোববার জাতিসংঘ দিবস পালন উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় ‘ক্লিন আপ ক্যাম্পেইন’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ক্যাম্পেইনে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়া ক্যাম্পেইনে জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যাগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ার ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলায় আমাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ অব্যাহত রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু বাড়ছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ