Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু একদিনে শনাক্ত ৮৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যুর খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেল ১২ জন। আর আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৪৫ এ দাঁড়িয়েছে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করলেও ডেঙ্গুর বাহক এডিস মশা নির্মূলে কার্যকর কোন উদ্যোগ নেই। মাঝে মধ্যে ডেঙ্গুর উৎসস্থলের স্থানে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছাড়া আর কোন তৎপরতা চোখে পড়ছে না। কর্পোরেশনের উদ্যোগে জনসচেতনতামূলক কোন কর্মসূচি নেই। নগরজুড়ে মশার উৎপাত বেড়েই চলেছে।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নুসরাত নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু রেকর্ড হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ