পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে দাবি করে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ এখন তা চলমান রয়েছে। আগামীতে এ অভিযান আরও দৃশ্যমান করতে বলেছি। রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা নারায়ণগঞ্জে ভোটের পরিস্থিতি ভালো রয়েছে বলে জানান সিইসি। গতকাল শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দুপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের বলেন।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীতে তা আরও উন্নত হবে। এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি নেই। ভোটে সেনা মোতায়েনের সম্ভাবনা চূড়ান্তভাবে নাকচ করে দিয়েছেন। নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে সুন্দর রয়েছে। এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি নেই।
টানা দুই ঘণ্টা বৈঠক শেষে জানান, নারায়ণগঞ্জে সন্ত্রাসী-মাস্তান ও বহিরাগত অনুপ্রবেশকারী যারা নির্বাচনে বিঘœ সৃষ্টি করবে তাদের গ্রেফতারে অভিযান চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতাদেরর নির্দেশ দিয়েছি। এখন তা চলমান রয়েছে। আগামীতে এ অভিযান আরও দৃশ্যমান করতে বলেছি। মাঠ পর্যায়ের পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, এভারেজ যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, তা স্বাভাবিকের চেয়ে ভালো রয়েছে। কঠিনভাবে ব্যবস্থা নিতে বলেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগের রাতে যাতে কোনো ধরনের জোরাজুরি বরদাস্ত করা হবে না, কেন্দ্র দখল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছি। ভোটের দিনও যাতে কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। দেশজুড়ে প্রথম জেলা পরিষদ নির্বাচনে সীমিত ভোটার থাকলেও স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।
সকালেও চাষাঢ়ায় বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে ফের সেনা মোতায়েন দাবি তুলে ধরেন। এর আগে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইন-শৃঙ্খলা বৈঠকের অপেক্ষা করা হচ্ছিল। আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে অনুষ্ঠেয় এ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ দলের প্রার্থী রয়েছে। নির্দলীয় কাউন্সিলর পদে ১৫৬ জন সাধারণ ও সংরক্ষিত পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই নির্বাচনের আইন-শৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার শেরেবাংলনগরে এনইসি মিলনায়তনে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, রিটার্নিং কর্মকর্তা, জেলা ও স্থানীয় পুলিশ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিও উপস্থিত ছিলেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। এখন তা চলমান রয়েছে। আগামীতে এ অভিযান আরও দৃশ্যমান করতে বলেছি।
মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, এভারেজ যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, তা স্বাভাবিকের চেয়ে ভালো রয়েছে। কঠিনভাবে ব্যবস্থা নিতে বলেছি। কোনো পর্যায়ে আইন-শৃঙ্খলার অবনতি ছাড় দেয়া হবে না।
ভোটকেন্দ্র দখল ঠেকাতে মাঠ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে কাজী রকিব বলেন, আগের রাতে যাতে কোনো ধরনের জোরাজুরি না হয়, কেন্দ্র দখল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছি। ভোটের দিনও যাতে কেউ কেন্দ্র দখল করতে না পারে, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
দেশজুড়ে প্রথম জেলা পরিষদ নির্বাচনে সীমিত ভোটার থাকলেও স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানান সিইসি। আইন-শৃঙ্খলা বৈঠকে বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
প্রথম দলভিত্তিক এ সিটি নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ সাত দলের প্রার্থী রয়েছে মেয়র পদে। নির্দলীয় কাউন্সিলর পদে ১৫৬ জন সাধারণ ও সংরক্ষিত পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ২২ ডিসেম্বর এ নগরে ভোট হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।