Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চারদিনের রিমান্ড শেষে কারাগারে মাদক সম্রাজ্ঞী পাপিয়া

গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টানা চারদিনের পুলিশি রিমান্ডে থেকেও গডফাদারদের ব্যাপারে মুখ খোলেনি ঢাকার অন্যতম মাদক সম্রাজ্ঞী পাপিয়া। গত ৩ ডিসেম্বর শেখেরটেক ৬ নম্বর রোডের জাপানি বাড়ি থেকে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ গ্রাম হেরোইন ও একটি পিস্তলসহ পাপিয়াকে গ্রেফতার করে আদাবর থানা পুলিশ। চার দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, পাপিয়া অত্যন্ত শক্ত মনের নারী। টানা চারদিনের জিজ্ঞাসাবাদেও সে অনেক তথ্য আড়ালের চেষ্টা করেছে। এর আগেও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল সে। জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। কক্সবাজার থেকে সে ইয়াবার বড় বড় চালান ঢাকায় সরবরাহ করে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিত। তদন্ত কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদকালে পাপিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। তার রয়েছে একটি বিশাল সিন্ডিকেট। গডফাদারদের নাম না বললেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার দেয়া তথ্যানুযায়ী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে স্থানীয়রা জানান, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে সুন্দরী পাপিয়া নিজের রূপ-সৌন্দর্য ব্যবহার করে। পর্দার অন্তরালের কিছু প্রভাবশালী পাপিয়াকে শেল্টার দিচ্ছে। তাদের শেল্টারে থেকেই মোহাম্মদপুরে মাদক ব্যবসার নেটওয়ার্ক তৈরি করে। বিশেষ করে জেনেভা ক্যাম্পে ইয়াবার কয়েকটি স্পট চালু করে পাপিয়া। দূর-দূরন্ত থেকেও নেশাখোররা সেখানে গিয়ে মাদক সেবন করত। কিন্তু অতি সম্প্রতি পুলিশের অব্যাহত অভিযান ও গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। হঠাৎই বদলে গেছে সেখানের চিত্র।
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল মীর বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারের নেতৃত্ব ও পরামর্শে স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী সভা-সমাবেশ করা হয়েছে। মাদক নির্মূল করতে সেখানের প্রতিটি সেক্টর থেকে ১০ জন করে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই কোনো না কোনো মাদক ব্যবসায়ীকে ধরা হচ্ছে। ক্যাম্পে এখন মাদক ব্যবসা নেই বললেই চলে।
এদিকে স্থানীয়রা জানান, জেনেভা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে মাদক ব্যবসায়ীরা স্থান পরিবর্তন করে আশপাশের এলাকায় ঘাঁটি গেড়েছে। এখন মোহাম্মদপুরের বেড়িবাঁধ, বছিলা, আদাবর, টাউন হল ও রায়েরবাজার এলাকায় মাদকের বেচা-কেনা বাড়ছে। তবে মাছুয়া সাঈদের শেল্টারে বাবর রোড, শাহজাহান রোড ও হুমায়ুন রোডে ভাসমান মাদক ব্যসায়ীদের আগাগোনা বাড়ছে। উক্ত সাঈদ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে। এছাড়া কিলিক মুরাদ, আলমগীর, মিঠু,কালা রাজু, ল্যাংড়া বেচু মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ওসি জামাল মীর বলেন, মাদক বিক্রির খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক সম্রাজ্ঞী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ