Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফ্রান্স ট্রেড শো আজ

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাংলাদেশ ও ফ্রান্সের বাণিজ্য বাড়াতে আজ শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফ্রান্স ট্রেড শো। লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিআইএফবি) উদ্যোগে এবারের আয়োজনে অংশ নিচ্ছে ফ্রান্সের ১৬টি প্রতিষ্ঠান। ফ্রান্স চেম্বারের প্রেসিডেন্ট এম মাকসুদুদ জানান, ফ্রান্সে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সমপরিমাণ রফতানি হচ্ছে যার ৯৫ ভাগ হলো তৈরি পোশাক শিল্পের। এ বছর ফ্রান্স বাংলাদেশের চেম্বারের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে বলে তিনি উল্লেখ করেন। ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি এবার্ট উল্লেখ করেন, বাংলাদেশে ফ্রান্সের বড় বিনিয়োগকারীরা রয়েছেন। তথ্য প্রযুক্তি ছাড়াও বিভিন্ন শিল্পে বিনিয়োগ রয়েছে। এবারের ট্রেডশোর লক্ষ্য থাকবে মাঝারি মানের বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সও বাংলাদেশকে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রফতানির বেশিরভাগ পণ্য তৈরি পোশাক কেন্দ্রিক। মধ্য আয়ের দেশে উন্নত হলে এই সুবিধা থাকবে না। বাংলাদেশকে রফতানি পণ্যে বহুমুখীকরণের প্রতি গুরুত্ব দিতে হবে। গার্মেন্টস ছাড়াও বাংলাদেশের ওষুধ, কৃষিপণ্য রফতানির সুযোগ রয়েছে বলে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ