পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ ও চীনের মধ্যে বর্তমানে খুব ভাল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর লিউয়েঁ ইউ।
তিনি বলেন, চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দুই দেশ। দুই দেশের মধ্যে বর্তমানে খুব ভাল সম্পর্ক বিদ্যমান। চীন পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে এই সম্পর্ককে দেখে থাকে। আশা করি, আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক আরও জোরদার হবে। গতকাল মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচার কচি কাঁচার মেলা মিলনায়তনে ‘অতীশ দীপঙ্কর এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’-শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন চীনা ক‚টনীতিক লিউয়েঁ ইউ। বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমি এবং অতীশ দীপঙ্কর রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ-চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের উল্লেখ করে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী, একইসঙ্গে নিকটতম প্রতিবেশীও। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে। জনগণ চায়-বাংলাদেশে একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বন্ধু রাষ্ট্র হিসেবে চীন সহযোগিতা করুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সমস্যা এখন প্রকট। এছাড়া রোহিঙ্গা সংকট তো রয়েছেই। এই সমস্যা সমাধানে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। সংগঠনের উপদেষ্টা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীসহ আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।