Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ দেখে দৌড়ে নর্দমায় যুবক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশের রাস্তায় পুলিশ দেখে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নর্দমায় পড়ে নিখোঁজ হয়। এমনটি দাবি করেছেন, ওই স্থানে থাকা কয়েকজন। তাদের দাবি, নিখোঁজ যুবকের আনুমানিক বয়স ২০-২২। সেই সময় ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার এএসআই মিকাইল মোল্লা যুবকের নিখোঁজের বিষয়টি অস্বীকার করেন। গতকাল বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক যখন দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তার পিছু নেয়। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই নর্দমায় পড়ে যায়। পরে পুলিশ তাকে খুঁজলেও পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ওসি মনিরুল ইসলাম গত রাতে ইনকিলাবকে বলেন, হাজী ক্যাম্পের পাশের রেল লাইনের নিকট ম্যানহলে একটা ছেলে পড়ে গেছে, এটা জানতে পেরে ফায়ার সার্ভিসকে অবগত করি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে, তারা যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখন অজ্ঞাত যুবকটি নর্দমা থেকে উঠে পালিয়ে যায়। জায়গাটি নর্দমায় ভরা। দুর্ঘটনার মতো নয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ দেখে দৌড়ে নর্দমায় যুবক

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ