Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ই-টিআইএন নিবন্ধন ২৫ লাখ ছাড়িয়েছে

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কিছুদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি বছরের মধ্যে ই-টিআইএনধারী বা করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত করার ঘোষণা দেন। সেই লক্ষ্যমাত্রা পৌঁছাতে সক্ষম হয়েছে এনবিআর। বর্তমানে দেশে ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ই-টিআইএন) ধারী বা করদাতার সংখ্যা ২৫ লাখ ৩৫৮। চলতি করবর্ষের গতকাল বুধবার পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাব মতে এ তথ্য মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা যায়।
এখন পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৩৫৮টি ই-টিআইএন নিবন্ধিত হয়েছে। এ ছাড়া চলতি বছরে ১ জুলাই থেকে আজ দুপুর ২টা পর্যন্ত ৫ লাখ ২১ হাজার ৩৮৩টি ই-টিআইএন নিবন্ধন হয়েছে। চলতি বছরের মধ্যে ২৫ লাখ ই-টিআইএন নিবন্ধন করার লক্ষ্যমাত্রা থাকলেও বছরের শেষ হওয়ার আগেই আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে এনবিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ই-টিআইএন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ