Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রতিবন্ধী শিশুদের কল্যাণে বার্জার পেইন্টস্

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রতিবন্ধী শিশুদের কল্যাণে বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড ২০০৯ সাল থেকে প্রতিবছর অটিস্টিক ও বিভিন্নভাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে অবদান রাখছে। সম্প্রতি বার্জার পেইন্টস্ এর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবন্ধীদের কল্যাণে নিয়োজিত বিভিন্ন সংস্থাকে অনুদান প্রদান করা হয়। সীড ট্রাস্ট, স্কলারস্ স্পেশাল স্কুল, তরী ফাউন্ডেশন, সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কনসার্ন সার্ভিসেস ফর দ্য ডিসেবল্ড, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এ বছর বার্জার এই সংস্থাগুলোর কল্যাণমূলক কাজের সহযোগী হয়েছে। বক্তব্য রাখেন রূপালী চৌধুরী ম্যানেজিং ডিরেক্টর, আব্দুল খালেক ডিরেক্টর ফিন্যান্স এবং মহসিন হাবিব চৌধুরী সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস্ এন্ড মার্কেটিং। রূপালী চৌধুরী এই সংগঠনগুলোর প্রতিনিধিদের কাছে অনুদান হস্তান্তর করেন। এ বছরের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে (৬-১০ বছর) বিজয়ী শিশুরা হল নাজিফা নুজাইমা (১ম), ইব্রাহীম মহাম্মদ আজিম (২য়), দেলোয়ার হোসেন মানিক (৩য়) এবং ‘খ’ বিভাগে বিজয়ী শিশুরা হলো রাদিফ আহসান চৌধুরী (১ম), তাহমিদ ফারহান (২য়) এবং সাবানা আখতার (৩য়)। প্রাইজ-মানি প্রদান করেন আব্দুল খালেক এবং সার্টিফিকেট প্রদান করেন মহসিন হাবিব চৌধুরী। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ