পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করে পজিটিভ ঢাকা। হাসপাতালে থাকা অসহায় মানুষদের জন্য বিনামূল্যে রক্তের ব্যবস্থা, করোনাকালীন সময়ে ঘরে ঘরে ফ্রি অক্সিজেন সেবা পৌঁছে দিয়েছে মানবিক এই সংগঠন। কেবল রক্ত ও অক্সিজেন সেবা নয় বাস্তবায়ন করেছে ভিক্ষুকদের জন্য স্বাবলম্বীকরণ প্রজেক্ট। সেই সাথে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালনা করছে পজিটিভ স্কুল।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক ও নৈতিক শিক্ষাদানের পাশাপাশি একবেলার খাবারের ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় স্কুলের কার্যক্রম। গত ১৫ সেপ্টেম্বর ছিলো মানবিক এই সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি তারা উদযাপন করেছে রেলওয়ে স্টেশনে থাকা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। অনিশ্চিত জীবন নিয়ে পথে পথে বেড়ে ওঠা শিশুদের আনন্দ ও বিনোদন দেয়ার জন্য পজিটিভ ঢাকা এই দিনটি পালন করে ভিন্ন আঙ্গিকে। আয়োজনে ছিলো ৫০ জন শিশুর জন্য আনন্দদায়ক ৪টি খেলা এবং খেলাগুলোতে অধিকারীদের করা হয় পুরষ্কৃত। আনন্দ ও বিনোদনদানের পাশাপাশি দেয়া হয় এক বেলার খাবারও।
পজিটিভ স্কুলের কো-অর্ডিনেটর শাহিনা নদী বলেন, পজিটিভ স্কুল ভালোবাসা, নৈতিকতা ও সুশিক্ষা ছড়িয়ে দেওয়ার একটি মানবিক প্লাটফর্ম। সমাজের উপেক্ষাকৃত বড় একটি অংশ এই সুবিধাবঞ্চিত শিশুরা। পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুগুলো খুব সহজেই আসক্ত হয়ে পড়ছে মাদকে। খাদ্যের অভাব ও মাদকের যোগান দিতে প্রতিনিয়তই জড়িয়ে যাচ্ছে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধের সাথে। তাই স্কুলে পাঠদানের পাশাপাশি আমরা চেষ্টা করছি শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে। সেই সাথে নিশ্চিত করতে চাই তাদের জন্য নিরাপদ পরিবেশ।
মানবিক সংগঠনটি এই পর্যন্ত ২০০০ ব্যাগ রক্তের ব্যবস্থা, করোনাকালীন সময়ে ১০০ টি পরিবারকে ফ্রি অক্সিজেন সেবা, ভিক্ষুকদের ওজন মাপার মেশিন, ভ্রাম্যমাণ চায়ের দোকানের জন্য সরঞ্জামের ব্যবস্থা ছাড়াও করেছেন মার্জিয়া, সুলতানা হাসান, দিদার, আহাদ, মৌসুমির মায়ের মতো অসহায় মানুষদের চিকিৎসায় আর্থিক সহায়তা।
সংগঠনের প্রতিষ্ঠাতা এম.এম.আরিফুল ইসলাম বলেন, পজিটিভ ঢাকা একটি অরাজনৈতিক, ইতিবাচক, সামাজিক ও মানবিক প্লাটফর্ম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরই নিজ অবস্থান থেকে দেশ, সমাজ ও মানুষের জন্য ইতিবাচক অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যেই কাজ করছে পজিটিভ ঢাকা।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।