Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকিং খাতের সেবা নিরাপত্তায় বাংলাদেশে টেমেনোসের যাত্রা

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করতে টেমেনোসের (সিক্স:টেমন) বিশেষজ্ঞরা আন্তর্জাতিক ‘ফট্রেস ডাটা সার্ভিস’ (এফডিএস) বাংলাদেশের সঙ্গে অংশীদার ভিত্তিক কাজ করার ঘোষণা দিয়েছে। যা ব্যাংকিং খাতের নিরাপত্তা নিশ্চিতে যুগান্তকারী মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। এ অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোস’র বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে। টেমেনোস বাংলাদেশ টিম আগামী দেড় বছরে ২০টি পদে লোক নেবে, যদিও বাংলাদেশে সম্পুর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি লোকাল প্রতিভাবানদের যোগাযোগ নিশ্চিত করেছে। বাংলাদেশ সফটওয়ার শিল্পে বিশেষজ্ঞতা থেকে এফডিএস একটি এফডিএস একটি নিবেদিত সার্পোট টিম গঠন করবে যা গ্রাহকদের বিশেষায়িত অ্যাডভাইজরি এবং বিজনেস কনসালটেন্সি সেবা দেবে যা টেমেনোসের সেবার ব্যাপ্তিকে আরও বর্ধিত করবে।
টেমেনোসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মার্টিন ফ্রিক বলেন, এশিয়া প্যাসেফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনাসের জন্য একটি গুরুত্বপুর্ণ বাজার। এফডিএস’র কয়েক দশকের যে অভিজ্ঞতার মুল্য তা কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং অগ্রগতি বাড়াতে এফডিএস’র সংঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কাজে আসবে। টেমেনোসের কোর ব্যাংকিং বাংলাদেশ মডেল ব্যাংক, একটি সফটওয়ার পদ্ধতি যাতে রয়েছে ইন্ড্রাস্ট্রির সর্বত্তোম প্র্যাক্টিস প্রোসেস। এর সাহায্যে টেমেনাস গ্রিন ফিল্ড ব্যাংকগুলোকে মাসের বদলে সপ্তাহে স্থাপন এবং চালু করতে সাহায্য করে, যার ফলে বাড়ন্ত চাহিদার সঙ্গে নতুন ডিজিটাল পদ্ধতিসমুহ নিয়ে আসার সহজ হয়।
এফডিএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্র সেতিজোসো বলেন, সংস্কৃতিক ও নিয়মকানুনের তারতম্যের কারণে বাংলাদেশের মেধাবীদের মাধ্যমে ব্যাংকিং শিল্পে সফলতা অর্জন করা বেশ কঠিন হবে। এ অংশীদারিত্বের মাধ্যমে মেধাবী বিশেষজ্ঞ আনা হবে। এর মাধ্যমে টেমেনাস গ্রাহক এবং শিল্প প্রতিষ্ঠানের নেতৃত্বের মধ্যে বন্ধন তৈরি করতে সক্ষম হবে।
বাংলাদেশের ব্যাংকগুলোতে এ খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। মোবাইল নেটওয়ার্কের উন্নতির ফলে ইন্টারনেটে মধ্যম শ্রেণির মানুষেরও অন্তভুক্তি বেড়েছে। ২০১৫ সালে নিবন্ধিত মোবাইল ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৩ মিলিয়ন টাকা ব্যবহার করেছেন যা মোট জনসংখ্যার ১৫ শতাংশ এবং মোবাইলে ৩ জি ব্যবহারকারীরর হারও বাড়ছে। জন্যসংখ্যার এই বড় অংশকে অন্তভুক্ত করে ব্যাংকের রিটেইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং মাইক্রোফিন্যান্সের কার্যক্রম বাড়াতে হলে ডিজিটাল সেবা বাড়াতে হবে। টেমেনাস কোর ব্যাংকিং সমাধান টি২৪, চ্যানেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এ ধরনের সেবা দিতে সক্ষম। টেমেনোস সম্প্রতি প্রাইম ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংকসহ নয়টি ব্যাংককে সেবা দেওয়া শুরু করেছে।
উল্লেখ্য, জেনাভার টেমেনাস গ্রæপ এজি একটি বাজারের শীর্ষস্থানীয় সফটওয়ার সেবাদাতা প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যাংক অন্যান্য আর্থিক সংস্থার সঙ্গে কাজ করার মাধ্যমে তাদের ব্যবসায় উন্নতি করে পরিবর্তনশীল বাজারে এগিয়ে থাকতে সাহায্য করে। অপরদিকে শীর্ষস্থানীয় আইটি কোম্পানি ফট্রেস ডাকা সার্ভিস গেøাবাল (এফডিএস) এর প্রধান কার্যালয় ইন্দোনেশিয়ার জাকার্তায়। প্রতিযোগিতায় টিকে থাকতে এবং আরও দক্ষ হতে এফডিএস ব্যাংক ও অন্যান্য ফিন্যান্স প্রতিষ্ঠানগুলোতে আইটি সেবা দিয়ে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকিং খাতের সেবা নিরাপত্তায় বাংলাদেশে টেমেনোসের যাত্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ