পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ভুয়া জমির মালিক ও সাব-রেজিস্ট্রার সাজিয়ে রাজউকের প্লট বিক্রির প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত সোমবার ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মুক্তা আক্তার ও মো. তুষার মিয়া। সিটিটিসির এডিসি মো. তোহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত দুজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা সুকৌশলে জমির ক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করে। প্রথমে একটি বা দুটি জমি সঠিক ও যাচাই-সাপেক্ষে কিনতে সহায়তা করত। পরে বিশ্বস্ততা অর্জন করলে তারা চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে ফাঁদ পাতত।
তারা পূর্বাচলকেন্দ্রিক রাজউকের বিভিন্ন প্লটের ভুয়া সরকারি বরাদ্দপত্র, অফিস আদেশ, মালিকানা সার্টিফিকেট, বিক্রির অনুমতিপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র তৈরি করে দেখাত ভিকটিমদের। পরে ভিকটিমরা এসব বিশ্বাস করলে চক্রটির সদস্যরা রূপগঞ্জে একটি অফিসে নিয়ে যেত। সেখানে ইয়ুথ গ্রæপের অফিসে চক্রটির সদস্যরা নিজস্ব লোক দিয়ে ভুয়া মালিক ও সাব-রেজিস্ট্রার দিয়ে রাজউকের বিভিন্ন প্লটের ভুয়া রেজিস্ট্রেশন সম্পন্ন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। তিনি আরো বলেন, ভিকটিমরা প্লটের দাবি করতে গিয়ে দেখেন তারা প্রতারিত হয়েছেন। রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পূর্ণ ভুয়া ছিল। এমনি এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই কাফরুল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিম। পরে তাদের গ্রেফতার করা হয়। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।