পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনালী ব্যাংক লিমিটেডের ১২৩০তম দিনাজপুর শিক্ষা বোর্ড শাখার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষাবার্ড দিনাজপুরর চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।
সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, দিনাজপুর নর্থের ডেপুটি জেনারেল ম্যানজার (ইনচার্জ) আবু হেনা গোলাম সাইয়দ সাকলাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারন্সিং এর মাধ্যমে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী। এছাড়া জেনারেল ম্যানজার’স অফিস, দিনাজপুরের জেনারল ম্যানেজার মো. রশিদুল ইসলাম, শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. জহির উদ্দীন, উপসচিব মো. লুৎফর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দিনাজপুর শহরের উত্তর গোবিদপুর এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড নিজস্ব প্রশাসনিক ভবনে অবস্থিত নতুন এ শাখার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।