পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রথিতযশা আইনজীবী মাহমুদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এক শোকবাণীতে সুপ্রিম কোর্ট পরিবারের পক্ষে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন প্রধান বিচারপতি। শোকবাণীতে প্রধান বিচারপতি বলেন, মাহমুদুল ইসলামের অকস্মাৎ প্রয়াণে সমগ্র সুপ্রিম কোর্ট পরিবার গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে আইনাঙ্গন এবং বাংলাদেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে, জাতি হারিয়েছে দেশের শ্রেষ্ঠ কীর্তিমান একজন আইনজ্ঞকে। সাংবিধানিক আইন, আইনের ব্যাখ্যা ও প্রয়োগের নীতিমালা এবং দেওয়ানি আইন বিষয়ে তার গবেষণামূলক প্রকাশনা দেশের আইন ব্যবস্থাকে করেছে সমৃদ্ধ।
প্রধান বিচারপতি বলেন, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মাহমুদুল ইসলামের অদম্য এবং অনন্য ভূমিকা ভবিষ্যত প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। খ্যাতিমান আইনজীবী হিসেবে বিচারপ্রার্থী জনগণ তথা দেশবাসীর কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাহমুদুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তার লেখা গ্রন্থের মধ্যে রয়েছে ‘কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ’ এবং ‘ইন্টারপ্রিটেশন অব স্ট্যাটিউটস অ্যান্ড ডকুমেন্টস’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।