Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঁজ হবে আইফোন

| প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নমনীয় আইফোন, করা যাবে ভাঁজ- না বানানো হয়নি, তবে বানানোও হতে পারে। এমন এক আইফোনেরই পেটেন্ট করেছে অ্যাপল। এর ফলে পকেটে আইফোন রাখতে দরকার হবে আরও কম জায়গার। সিএনএন-এর ভাষ্যমতে, যদিও অ্যাপল প্রায়ই অনেক প্রযুক্তি পেটেন্ট করে থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা সাফল্যের মুখ দেখে না। এটা মূলত ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানটি ঠিক কী নিয়ে ভাবছে তার একটা ঝলক মাত্র। ২০১৪ সালের জুনে ‘নমনীয় ডিসপ্লে ডিভাইস’-এর পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। এই পেটেন্টে একটি ফোল্ডএবল ডিজাইনে বানানো টাচস্ক্রিন স্মার্টফোনের কথা উল্লেখ করা হয়েছিল। এ ক্ষেত্রে কীভাবে স্ক্রিনে থাকা নমনীয় ওএলইডি ডিসপ্লে ভাঁজ হতে পারবে সেই পদ্ধতি বলা হয়েছে। এমনকি ফোনটিকে আরও অন্যভাবে ভাঁজ করতে বাড়তি কব্জা লাগানোর কথা রয়েছে, এর মানে হচ্ছে দুই ভাগে ভাঁজ করার পর হয়তো তৃতীয় আরেকটি ভাঁজ করা যাবে আইফোন। পেটেন্টের ফলে খুব শীঘ্রই ভাঁজ করা আইফোন দেখার সম্ভাবনা আছে এমনটা ভাবার যথেষ্ট অবকাশ থাকলেও নমনীয় পর্দা এখনো সম্ভাবনার অন্তর্জগতেই বসবাস করছে। আর এটা এবারই প্রথম নয় যে অ্যাপল এই বিষয়ে তার আগ্রহ দেখিয়েছে।

আকাশ নিবির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ