Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেমিটেন্স’র বড় খাত হতে পারে ইন্ডেন্টিং সেবা রফতানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৫:৩৬ পিএম

বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস এসোসিয়েশন (বিআইএএ) এর সভাপতি মো. নুরুজ্জামান এর নেতৃত্বে বিআইএএ পরিচালনা পরিষদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তাঁরা কিছুটা সময় নীরবতা পালন করেন এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিআইএএ পরিচালক এম মাহমুদুর রশীদ উপস্থিত সাংবাদিকদের জানান বিআইএএ তে বর্তমানে প্রায় দুই হাজার ইন্ডেন্টিং সেবা রপ্তানিকারক প্রতিষ্ঠান নিবন্ধিত আছেন এবং তাঁরা নিরলস পরিশ্রমের মাধ্যমে বৈশ্বিক মহামারী এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেও চ্যালেঞ্জ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। বাংলাদেশ ব্যাংকের সুত্র দিয়ে তিনি বলেন শুধু মাত্র গত বছরে ইন্ডেন্টিং সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমান ১০৮ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। যা সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ১০ গুন কিংবা তার চেয়েও বেশি হতে পারে। সরকার বর্তমানে ইন্ডেন্টিং সেবা রপ্তানি খাতকে একটি গুরুত্বপূর্ণ সেবা রপ্তানি খাত হিসেবে বিবেচনা করছে বলে তিনি সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং দপ্তর সমূহকে ধন্যবাদ জানান। তিনি বলেন ইন্ডেন্টিং সেবা রপ্তানিকারকগন দেশের অন্যসকল রপ্তানিকারক দের মতো একই প্রণোদনা ও সুযোগ-সুবিধা পেলে বিশেষ করে ইন্ডেন্টিং সেবা রপ্তানি থেকে আয় ভ্যাট অব্যাহতি পেলে রেমিটেন্স এর বড় খাত হতে পারে এই ইন্ডেন্টিং সেবা রপ্তানি। বুধবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় বিআইএএ’র সিনিয়র সহ সভাপতি বাহালুল মনসুর সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ