Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুয়াওয়ের ডুয়েল ক্যামেরার নতুন জিআর ৫ উন্মোচন

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডুয়েল ক্যামেরাযুক্ত জিআর ফাইভের ২০১৭ সংস্করণের নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রিমিয়াম ডিজাইন ও কাটিং অ্যাজ প্রযুক্তির স্মার্টফোনটি রাজধানীর রেডিসন বøু ওয়াটার গার্ডেন হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সবার সামনে উন্মোচন করা হয়। দৃষ্টিনন্দন ও শক্তিশালী ডিভাইস জিআর ৫-এর ২০১৭ সংস্করণটির আধুনিক প্রযুক্তির ডুয়াল ক্যামেরা দিয়ে অসাধারণ সব ছবি তোলা সম্ভব। আর স্মার্টফোনটি একেবারেই প্রযুক্তিপ্রেমীদের বাজেটের মধ্যেই। বাজারে অন্যান্য ব্র্যান্ডের অনেক দামি হ্যান্ডসেটগুলো থেকে তুলনামূলক সাশ্রয়ী দাম ও আধুনিক ফিচার যুক্ত করে তৈরি করা হয়েছে হ্যান্ডসেটটি। বাজেটের মধ্যে দ্রæতগতিতে কাজ করার ক্ষমতা, উন্নত ব্যাটারি লাইফ এবং সবচেয়ে উল্লেখযোগ্য ডুয়েল ক্যামেরার সন্নিবেশ ঘটানো হয়েছে জিআর-৫ ২০১৭। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ