পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ‘সার্টিফিকেট অব মেরিট’ অ্যাওয়ার্ড পেয়েছে প্রিমিয়ার সিমেন্ট। ২৪ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনের ভিত্তিতে ম্যানুফেকচারিং খাতে প্রতিষ্ঠানটিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। গত মঙ্গলবার ঢাকার সোনারগাঁ হোটেলে ১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডস প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। এবার বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (নন ব্যাংক), ম্যানুফেকচারিং, ইন্স্যুরেন্স, এনজিও, আইসিটি, পাবলিক এনটাইটিস, কৃষি, কর্পোরেট গভর্নেন্স ও ইন্টিগ্রেটেড রিপোর্টিং এ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।