Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লজিস্টিকস সেবা দিতে অথবা’র সাথে চুক্তি করেছে প্যান্ডাগো

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৭:২১ পিএম

দেশের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস অথবা ডট কমের সাথে সম্প্রতি একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে ফুডপ্যান্ডার বিটুবি লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এ অংশীদারিত্বের ফলে প্যান্ডাগো এর মাধ্যমে অথবা ডট কম তাদের গ্রাহকদের তাৎক্ষণিক ডেলিভারি সেবা দেবে। বুধবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অথবা ডট কম বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ আর এফ এল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্যান্ডাগো এর সাথে নতুন এ চুক্তির ফলে প্রতিষ্ঠানটি ঢাকা শহরের গ্রাহকদের কাছে এক ঘণ্টার মধ্যে পণ্য পৌঁছে দিতে পারবে। প্যান্ডাগো’র দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এ চুক্তিটি করা হয়েছে। যার ফলে দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বৃহৎ পরিসরের গ্রাহকের কাছে পৌঁছাতে সক্ষম হবে এবং বাজারে স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দ্রুত ডেলিভারি সেবা নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা চালু করেছে বিটুবি অন-ডিমান্ড লজিস্টিকস সার্ভিস প্যান্ডাগো। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান প্যান্ডাগোতে সাইন আপ করেছে। প্যান্ডাগো’র এ সেবার ফলে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিউ-কমার্স বাজারে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা তৈরির মাধ্যমে গ্রাহকদের কাছে আরও দ্রুত তাদের সেবা পৌঁছে দিতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ