পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পর্যবেক্ষণ করতে নারায়ণগঞ্জ এসেছিলেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বিকেলে তারা কয়েক ঘণ্টাব্যাপী নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদের সাথে বৈঠক করে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।
বৈঠক চলাকালীন সন্ধ্যা সাড়ে ৫টায় ওই টিমের প্রতিনিধিত্বকারীদের একজন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামী লীগ এ নির্বাচনকে সর্বাত্মক গুরুত্ব সহকারে দেখছে। সারা দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সাথে কথা বলেছি। প্রত্যেকটি ওয়ার্ডের নেতাদের সাথে কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষেই কাজ করবেন। আর আমরাও নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নারায়ণগঞ্জে এ নির্বাচন নিয়ে কাজ করব। এ নির্বাচনকে নিয়ে মুখরোচক চায়ের টেবিলে যে গল্প আছে, সেগুলোকে পেছনে ফেলে সবাই একসাথে কাজ করবে, কারণ কারো মধ্যে কোনো ধরনের বিভেদ নাই।
এর আগে বিকেল ৩টা থেকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেল গেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হয় ওই বৈঠক। এতে নাসিক নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মুহিবুল হাসান নওফেল, তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নারায়ণগঞ্জের আওয়মাী লীগ নেতারা অভিযোগ করেন, আইভী নৌকার মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা দেয়ার সময় কাউকেই বলেনি। তাছাড়া সমন্বয় নেই কাজে। এ কারণেই বিরোধের বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। তবে সবাই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সেক্রেটারি খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম-সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জে দলে কোনো বিভেদ নাই -আইভী
এনসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেন, নির্বাচন করতে হয় সকলকে নিয়ে। আমিও সকলকে নিয়ে নির্বাচন করব। আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আমার পাশে আছে। তারা সকলে মিলে নৌকার জন্য মাঠে নেমে কাজ করবে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নাই। সকলে এক আছে, এক থাকবে। বৃহস্পতিবার বিকেল ৪টায় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সকল শহীদ ও মৃত মুক্তিযোদ্ধের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মহি মোল্লাসহ শতাধিক মুক্তিযোদ্ধা।
তিনি আরো বলেন, প্রতীক পাওয়ার পর আমার নির্বাচনের প্রচারণা শুরু হবে। তার পর বোঝা যাবে নির্বাচনের পরিবেশ কেমন আছে। নির্বাচন করতে হলে যে ধরনের আইনশৃঙ্খলা প্রয়োজন, নির্বাচন কমিশন সে ধরনের প্রস্তুতি নেবে বলেও তিনি আশা রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।