পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির ব্যবস্থা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আহŸান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত বছরই আমি বলেছিলাম বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে। আরও বলেছিলাম এক্সপোজার সমস্যার সমাধান করতে। এক্সপোজার সমস্যার সমাধান হয়েছে, তবে বহুজাতিক কোম্পানি বাজারে আসেনি। আমি বিএসইসি চেয়ারম্যানকে বলবো, বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আনার ব্যবস্থা করতে।
গতকাল বৃস্পতিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। তবে ২০১০ সালের পুঁজিবাজার ছিল অনাকাক্সিক্ষত। সে সময় অনেক বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন। তিনি সব নিয়ন্ত্রক সংস্থাকে উদ্দেশ করে বলেন, বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার দিকে খেয়াল রাখবেন আপনারা। পুঁজিবাজারকে স্থিতিশীল রেখেই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেয়া হবে।
তোফায়েল বলেন, যেকোনো দেশের অর্থনীতিতে পুঁজিবাজার সবচেয়ে বেশি ভূমিকা রাখে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতেই সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখা হবে। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে বর্তমান সরকার কাজ করছে। এরই মধ্যে পাকিস্থানের চেয়ে বাংলাদেশের অর্থনীতির সব ধরনের সূচকে এগিয়ে রয়েছে। আর এই উন্নয়নকে স্থিতিশীল লেভেলে নিয়ে যেতে পুঁজিবাজার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, সরকারের বিভিন্ন হস্তক্ষেপের ফলে পুঁজিবাজার এখন স্থিতিশীল রয়েছে। বাজারে আস্থা ফিরেছে। এখন বাজার তার আপন শক্তিতে চলছে। বাজারকে আরো স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিনিয়োগকারীদের জন্য শিক্ষা কার্যক্রম চালানো হবে। পাঠ্যবইয়ে পুঁজিবাজার নিয়ে রচনা থাকবে বলে জানান তিনি।
পুঁজিবাজারের ব্র্যান্ডিং এবং বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের স্বচ্ছ ধারণা দিতে অর্থসূচক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশের সভাপতি ছায়েদুর রহমান। অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিএসইসির কমিশনারসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী মেলায় ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪০টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন রয়েছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এ ছাড়া প্রবেশে কুপনের র্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সকাল থেকে বিনিয়োগকারী-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিনিয়োগকারী-দর্শনার্থীদের সমাগম। দর্শনার্থীরা স্টলগুলো ঘুরছেন আর বিভিন্ন পণ্য-সেবা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করছেন। অনেকেই আবার নানা অফার পেয়ে পছন্দের সেবাটি গ্রহণ করছেন। বিনিয়োগকারী-দর্শনার্থীদের কাক্সিক্ষত সেবা দিতে স্টল কর্মীরাও ব্যস্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।