Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বময় ইসলামের জাগরণ : বাংলাদেশে ইসলাম প্রচারে ওলামায়ে কেরাম

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাওঃ এইচএম গোলাম কিবরিয়া
“নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই তাঁকে ভয় করে” (সূরা ফাতির : ২৮)।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, তদানীন্তন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে অনেক আগ থেকেই ইলমে দ্বীনের প্রচার ও প্রসার ছিল। আরব, ইরাক ও ইরান থেকে আগত পীর আউলিয়া ও ইসলামী চিন্তাবিদগণের মাধ্যমে এ দেশে ইলমে দ্বীনের অনুপ্রবেশ ঘটে এবং তাদের প্রচার ও প্রসারের মাধ্যমে ইলমে হাদীসের চর্চা ব্যাপকতা লাভ করে, এ দেশে অনেক বড় বড় মাদরাসা প্রতিষ্ঠিত হয়। ফলে প্রতি বছর অসংখ্য লোক ইলমে দ্বীনের শিক্ষা লাভ করে দ্বীন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তির সাথে সাথে পরিচিত হয়। এ ধারাবাহিকতা অদ্যাবধি অব্যাহত রয়েছে।
যুগ যুগ ধরে মহান আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামের প্রচার-প্রসার এবং কুরআন-হাদীসের চর্চা নবী-রাসূল, সাহাবায়ে কিরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, আইম্মায়ে মুজতাহিদীন, আওলিয়ায়ে কিরাম এবং হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কিরামের মাধ্যমে হয়ে আসছে। আমাদের এই উপমহাদেশে ইসলামের প্রচার-প্রসারে হক্কানী পীর-মাশায়েখ ও ওলামায়ে কিরামের বিশেষ অবদান রয়েছে। মূলত আলেমরাই হচ্ছেন ইসলামের ধারক-বাহক। তাঁদের উপরই ইসলামের দাওয়াত পৌঁছে দেয়ার মহান জিম্মাদারী। হাদীস শরীফে এসেছে “আলেমরাই হচ্ছে নবীগণের উত্তরসূরি” (তিরমিযী, আবু দাঊদ, ইবনে মাজা)।
ওলামায়ে কিরামের মর্যাদা
হযরত হাসান বসরী (রা.) বলেন, “আলেম বলা হয়, যে ব্যক্তি মহান আল্লাহ্কে না দেখে ভয় করে এবং আল্লাহ যা পছন্দ করেন তা সে পছন্দ করে ও আল্লাহ যা অপছন্দ করে তা সে বর্জন করে।” তারপর তিনি প্রথমোক্ত আয়াতখানা তিলাওয়াত করেন। আবদুল্লাহ ইবনে মাসুদ (রা.) বলেন : “অনেক হাদীস মুখস্থ করে নেয়া ইলম নয়, বরং ইলম হচ্ছে আল্লাহকে অধিক ভয় করা।” হযরত রবী ইবনে আনাস (রা.) বলেন : “যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নেই, সে আলেম নয়”। মুজাহিদ (রা.) বলেন : “কেবল সেই আলেম যে আল্লাহকে ভয় করে।”
সত্যপন্থী হক্কানী আলেমগণ হচ্ছেন একটি জাতির, একটি দেশের, বিশেষত মুসলিম উম্মাহ্র শ্রেষ্ঠ সন্তান, সর্বোপরি এক একজন পথপ্রদর্শক। একজন শিক্ষিত লোক, ধনী লোক, প্রভাবশালী ও ক্ষমতাসীন ব্যক্তি, যদি তার মধ্যে আল্লাহ ভীতি না থাকে, তাহলে আল্লাহ্র নিকট তার কোন মূল্য নেই। যেমন হাদীস শরীফে এসেছে- “নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা-স্বাস্থ্য ও ধন-সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান”।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আলেমদের মর্যাদার বর্ণনা করতে গিয়ে বলেন :
“যারা জানে ও যারা জানে না, তারা কি এক সমান হতে পারে? (সূরা জুমার : ৯)
“যদি তোমরা না জান তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস কর” (সূরা নাহল : ৪৩)
আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল (সা.) বলেন :
“তোমাদের উপর আমার মর্যাদা যেমন, একজন ইবাদতকারীর উপর আলেমের মর্যাদা তেমন। তারপর রাসূলুল্লাহ্ (সা.) বলেন, যাঁরা জনগণকে দ্বীনি ইলম শেখায় তাদের জন্য আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, আসমান ও জমিনের অধিবাসীগণ, এমনকি গর্তের পিঁপড়া ও মাছ পর্যন্ত কল্যাণ কামনা করতে থাকে” (তিরমিযী)।
“আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বণিত। রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, একজন বিজ্ঞ আলেম শয়তানের নিকট এক হাজার আবেদের চেয়ে ভয়াবহ” (তিরমিযী, ইবনে মাজাহ)।
বর্ণিত হাদীস দুটি থেকে উপলব্ধি করা যায় যে, আলেমদের মর্যাদা কত বেশি!
হক্কানী ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের কারণে দ্বীন ইসলাম এবং কুরআন-হাদীসের চর্চা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এমন এক সময় আসবে যখন হক্কানী আলেমগণ ব্যতীত বেআলেম, সাধারণ মুসলমান নিজের খেয়াল-খুশিমত শরীয়াতের বিভিন্ন বিষয়ে ফাতওয়া দেওয়া শুরু করবে। যেমন রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন,
নিশ্চই আল্লাহ ‘ইলম’ বা জ্ঞানকে তাঁর বান্দাদের মন থেকে টেনে-হেঁচড়ে উঠিয়ে নিয়ে যাবেন না, বরং আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। এরপর যখন কোন আলেম অবশিষ্ট থাকবে না, মানুষ অজ্ঞ জাহেল লোকদেরকে নেতা বানাবে, তারপর তাদের নিকট ফাতওয়া জিজ্ঞেস করবে। তখন তারা বিনা ইল্মেই ‘ফাতওয়া’ দিবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে” (বুখারী ও মুসলিম)।
ওলামায়ে কিরামের দায়িত্ব ও কর্তব্য
ওলামায়ে কিরামের মর্যাদার পাশাপাশি তাঁদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আল্লাহ প্রদত্ত ‘ইল্ম’ যদি তার আল্লাহ ও তার রাসূল (সা.)-এর নির্দেশিত পথে কাজে না লাগায়, তাহলে তাদেরকেও আল্লাহ্র কাঠগড়ায় বিচারের সম্মুখীন হতে হবে। দ্বীন ইসলামের প্রচার ও প্রসারে একজন আলেমের প্রধান ভূমিকা থাকা উচিত। কারণ এই দাওয়াতী কাজ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-সহ সকল নবী-রাসূল (আ) করে গেছেন। তাঁদের উত্তরসূরি হিসেবে আলেমদেরকেও এই দাওয়াতী কার্যক্রম চালু রাখতে হবে। এই বিষয়ে আল্লাহর হুকুম হচ্ছে-
“তুমি তোমার প্রভুর পথে (মানুষকে) হেকমত (প্রজ্ঞা) ও উত্তম উপদেশের মাধ্যমে ডাকো।” (সূরা নাহল : ১২৫)
“তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে সৎকাজের আদেশ এবং অসৎকাজ থেকে নিষেধ করার জন্য” (সূরা আলে ইমরান : ১১০)।
“তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎকাজে নিষেধ করবে” (আলে ইমরান : ১০৪)।
এই আয়াতগুলো দ্বারা আল্লাহতায়ালা দাওয়াতের গুরুত্ব বুঝিয়েছেন। একজন দা‘ঈ আল্লাহতায়ালার নিকট অনেক সম্মানের অধিকারী। আল্লাহ বলেন- “তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহ্র দিকে ডাকে, সৎকাজ করে এবং বলে, আমি একজন মুসলমান” (সূরা হা-মীম-সাজদা : ৩৩)
বাংলাদেশে ইলমে দ্বীনের প্রচার ও প্রসারের ইতিহাস :
বাংলাদেশে ইলমে দ্বীনের চর্চা, প্রচার ও প্রসারের ইতিহাসে মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কয়েকজন পীর আউলিয়া ও মুহাদ্দিসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নি¤েœ ঐতিহাসিক প্রেক্ষাপটে এ ব্যাপারে দ্বীনের দায়ীদের মধ্য থেকে উল্লেখযোগ্য কয়েকজনের পরিচয় তুলে ধরা হলো।
আলাউদ্দীন হোসাইন শাহ : আলউদ্দীন হোসাইন শাহ ইবনে সাইয়েদ আশরাফ মক্কী হিজরি ৯০০ সন থেকে ৯২৪ সন পর্যন্ত বঙ্গদেশে রাজত্ব করেন। তাঁর শাসনামলে কুরআন ও হাদীস শিক্ষার ব্যাপক প্রচলন করার ব্যাপারে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ইসলামী জ্ঞান বিজ্ঞানে পারদর্শী লোকদেরকে তাঁর রাজ্যে আসার ও বসবাস করার আহ্বান জানান। তিনি হিজরি ৯০৭ সনে তৎকালীন গৌড়স্থ গুরবাযে শহীদ নামক স্থানে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ইলমে দ্বীনের শিক্ষা দান করা হত। তারই শাসনামলে মুহাম্মদ ইবনে ইয়জদান বখশ সহীহ বুখারীকে তিন খ-ে ভাগ করেন।
    মুহাদ্দীস শরফুদ্দীন আবু তাওয়ামা : মুহাদ্দিস শরফুদ্দীন আবু তাওয়ামা হিজরি সপ্তম শতকে ঢাকা জেলাধীন সোনারগাঁও আগমন করেন এবং এখানে ইলমে দ্বীন শিক্ষা দানের ব্যাপক ব্যবস্থা করেন। ফলে সোনারগাঁও ইলমে দ্বীনের একটি শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। পূর্ব বাংলার রাজধানী হিসেবে তখন সোনারগাঁয়ে বহুসংখ্যক কোরআন-হাদীসবিশারদ সমবেত হন। ফলে এ স্থানের বহুলোক ইলমে দ্বীনের শিক্ষা লাভ করে পারদর্শিতা অর্জন করেন। তখন সে অঞ্চলে দ্বীন চর্চার এতই ব্যাপকতা ছিল যে, দ্বীন চর্চার কেন্দ্র হিসেবে বহু মসজিদ ও খানকা নির্মাণ করা হয়।
হযরত শাহজালাল ইয়ামানী : তিনি আরবের ইয়েমেন হতে বাংলাদেশের সিলেট আগমন করেন এবং ৩৬০ জন সহচর আউলিয়াসহ বাংলাদেশে দ্বীন প্রচার করেন। পাশাপাশি ইলমে হাদীস শিক্ষা দান করেন।
শাহ বদরুদ্দীন বদরে আলম জাহেদী : তিনি হযরত শিহাবুদ্দীন ইমাম মক্কীর বংশধর। তাঁর পিতা তার প্রতি দক্ষিণ পূর্ব বঙ্গে ইসলাম প্রচারের দায়িত্ব অর্পণ করলে তিনি অসংখ্য সহচরসহ চট্টগ্রামে আগমন করেন এবং তথায় ইসলামের আলো বিস্তার করেন। মুসলমানগণের মাঝে তিনি ইলমে দ্বীনের জ্যোতি ছড়িয়ে দেন।
হযরত খানজাহান আলী : তিনি দক্ষিণ বাংলার খুলনা অঞ্চলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন। পাশাপাশি ইসলামে দিক্ষীত মুসলমানগণকে তিনি ইলমে দ্বীনের শিক্ষা দান করেন।
সৈয়দ আলী বাগদাদী : তিনি একশজন সহচরসহ ইসলাম প্রচারের উদেশ্যে তুঘলক রাজত্বের শেষের দিকে বাগদাদ হতে ভারতে আগমন করেন। তিনি কিছুকাল দিল্লী অবস্থান করেন এবং তথায় সৈয়দ রাজত্ব শুরু হলে সৈয়দ রাজবংশে বিবাহ করেন। রাজ দরবার হতে বাংলার ফরিদপুর জেলার ঢোল সমুদ্র নামক স্থানে ১২ হাজার বিঘা লা-খেরাজ জমি প্রাপ্ত হয়ে তিনি বাংলায় আগমন করেন। দীর্ঘকাল ইলমে দ্বীনের প্রচার ও প্রসার শেষে ঢাকার মিরপুরে ইন্তেকাল করেন।
মাওলানা হাজী শরীয়তুল্লাহ ফরিদপুরী : তিনি ফরিদপুর জেলার মাদারীপুরে শিবচর থানার অন্তর্গত শামাইল নামক গ্রামে তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়সেই তিনি মক্কায় চলে যান এবং তথায় তিনি শায়খ তাহের সম্ভলের নিকট হাদীস, তাফসীর ও ফিকহশাস্ত্রে দীক্ষা লাভ করেন। সেখানে দীর্ঘকাল অবস্থানের পর তিনি দেশে প্রত্যাবর্তন করেন এবং নিজ এলাকায় ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা পালন করেন।
মাওলানা আবদুল কাদের সিলেটী : তিনি ছিলেন মাওলানা ইদ্রীস সিলেটীর পুত্র। তিনি একজন বিখ্যাত আলেম ও হাদীস বিশারদ ছিলেন। হাদীস বিষয়ে তাঁর লিখিত বিভিন্ন কিতাব রয়েছে।
মাওলানা ইমামুদ্দীন হাজীপুরী : তিনি শাহ আবদুল আযীয দেহলভীর এবং সৈয়দ আহমদ বেরলভীর খলিফা ছিলেন। তিনি সৈয়দ আহমেদের সাথে পেশওয়ার জেহাদে যোগদান করেন। সৈয়দ আহমেদের শাহাদাতের পর তিনি রামপুর হয়ে নিজ জেলা নোয়াখালীতে প্রত্যাবর্তন করেন। এখানে তিনি জীবনের বাকি অংশ কুরআন ও হাদীসের চর্চা, প্রসার ও প্রচারে অতিবাহিত করেন।
মাওলানা কারামত আলী জৌনপুরী : তিনি ১৮০০ খ্রিস্টাব্দে জৌনপুরীর এক সম্ভ্রান্ত ছিদ্দিকী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা আহমদুল্লাহ আমানীর নিকট ইলমে  হাদীস শিক্ষা গ্রহণ করেন। সৈয়দ শহিদ বেরলভীর নিকট থেকে তিনি ইলমে মারেফত অর্জন করেন। সৈয়দ শহিদের আদেশে তিনি বাংলাদেশে ইলমে দ্বীন ও ইলমে হাদীসের প্রচারে আত্মনিয়োগ করেন। প্রায় একান্ন বছরকাল এ কাজে ব্যাপৃত থেকে তিনি উত্তর বঙ্গের রংপুর জেলায় ইন্তেকাল করেন।
মাওলানা হাফেয আহমদ জৌনপুরী : তিনি কলিকাতায় জন্মগ্রহণ করেন। তিনি উচ্চস্তরের আলেম ও হাদীস বিশেষজ্ঞ ছিলেন। তিনি তার গোটা জীবন বাংলাদেশে ইসলাম ও ইলমে দ্বীনের প্রচারে ব্যয় করেন।
মাওলানা আবদুল ওয়াহেদ চাটগামী : তিনি চট্টগ্রামের খরন্দ্বীপে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম যুগে মাওলানা ইয়াকুব নানুতবী প্রমুখ মুহদ্দিসগণের নিকট ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করেন। পরে নিজ এলাকায় এসে মাওলানা আবদুল হামীদসহ কতিপয় বিশিষ্ট ব্যক্তির সহযোগিতায় ১৯০১ সালে তিনি হাটহাজারিতে ‘মইনুল ইসলাম’ নামে একটি কাওমী মাদরাসায় ভিত্তি প্রস্তর স্থাপন ও প্রতিষ্ঠা করেন। পরে ১৯০৮ সালে মাদরাসাটিকে তিনি দাওরায়ে হাদীস স্তরে উন্নীত করেন।
মাওলানা ওয়াজীবুল্লাহ সন্দ্বীপী : তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা আনওয়ার শাহ কাশ্মীরির সাথে দেওবন্দে ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করেন। শিক্ষাগ্রহণ শেষে তিনি নোয়াখালী আহমাদিয়া মাদরাসায় শিক্ষকতা করেন এবং সমগ্র জীবন ইলমে দ্বীনের প্রচার ও প্রসারে নিজেকে উৎসর্গ করেন। তিনি একজন অসাধারণ মেধা সম্পন্ন ব্যক্তি ও ইলমে দ্বীনের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন।
মাওলানা আব্দুল হাকীম (র.) : তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার অর্ন্তগত শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। সেখান থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে প্রথমে বটগ্রাম মাদরাসা, চৌয়ারা ফাযিল মাদরাসাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বহু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সর্বশেষে তিনি ১৯৪৪ সালে বাগড়া দারুল উলুম ফাযিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। দ্বীন প্রচার ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। ১৯৮৬ সালে ২৬ জুলাই তিনি ইন্তেকাল করেন। এছাড়াও প্রখ্যাত আলেমগণের মধ্যে দ্বীন প্রচারের ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন তেতাভূমি দায়রায়ে রাহমানিয়ার মাওলানা আব্দুর রহমান পীর সাহেব (বড় হুজুর), নাগাইশ দরবার শরীফের মাওলানা আব্দুর রাজ্জাক (রাহ.) সোনাকান্দার আব্দুর রহমান হানাফী (রাহ.), আড়াইবাড়ীর আজগর আহমাদ ছাইদ আল কাদরী (রাহ.), ধামতী আলিয়া মাদ্রাসায় প্রতিষ্ঠাতা মাওলানা আজীম উদ্দিন (রাহ.)। শর্ষিনা আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নেছার উদ্দিন (রাহ.)। তারাও দেশের বিভিন্ন এলাকায় দ্বীন প্রচারের স্বার্থে বহু দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন।
পরিশেষে বলা যায়, মানবতার মুক্তির দিশারি রাসূলুল্লাহ্ (সা.)-এর সুমহান আদর্শকে উজ্জীবিত করার জন্য ওলামায়ে কিরামের সম্মিলিত প্রচেষ্টা সময়ের অনিবার্য দাবি। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজ্জের ভাষণে বলেছেন-
“আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি। যাবত তোমরা সে দু’টি মজবুতভাবে আঁকড়ে থাকবে, কখনো পথভ্রষ্ট হবে না : আল্লাহ্র কিতাব (কুরআন) এবং তাঁর রাসূল (সা.)-এর সুন্নাত (হাদীস)।” আর এ কথাও প্রতিয়মান হয় যে, ইল্ম সূত্রে আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিশ। সুতরাং, যদি কেহ হক্কানী আলেম, পীর-মাশায়েখ এবং দ্বীনের দা’ঈদের সমালোচনা এবং বিরোধিতা করে। তাহলে তারা যেন নবী-রাসূলদের বিরোধিতা করল। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে দ্বীন-ইসলামের সঠিক জ্ঞান দান করুন। আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ