Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারোত্তলনের রাজ তাজের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তোলন ডিসিপ্লিনের পুরুষ বিভাগে নিজের সেরা সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের আশিকুর রহমান তাজ। ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের এক নম্বর হলে ৫৫ কেজি ওজন শ্রেণীতে ¯ড়ব্যাচে ৯৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তুলে ১১ প্রতিযোগিতার মধ্যে পঞ্চম হন তাজ। এই ইভেন্টে সবমিলিয়ে ২৪৯ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ অনিক বিন কাসদান, ২৪৮ কেজি ওজন তুলে ভারতের সারগার কাসদান রৌপৗ ও ২২৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার ইদোগা ব্রোঞ্জপদক জেতেন। তবে সাঁতারে আবারো হতাশ করে কাল দুই ইভেন্টেই হিট থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশর সোনিয়া আক্তার টুম্পা ও সুকুমার রাজবংশী। স্যান্ডওয়েল অ্যাকুয়াটিকস সেন্টারে ৫০ মিটার ফ্রি স্টাইলে টুম্পা ৩০.২২ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে ৭ম হয়ে সাঁতার শেষ করেছেন। ৬৮ জনের মধ্যে টুম্পার স্থান ৬১তম। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী ১.৯২ সেকেন্ড সময় নিয়ে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন। গেমসে তার ২৮ প্রতিযোগিতার মধ্যে তার স্থান ২২তম। তবে পুরুষ দলগত ইভেন্টে আগের দিন গায়নাকে ৩-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩-০ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ টেবিল টেনিস দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারোত্তলনের রাজ তাজের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ