পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিজস্ব উৎপাদন এবং আমদানির মাধ্যমে দেশে সুষ্ঠু সার সরবরাহ ও বিপণন করার দায়িত্ব পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় ইউরিয়া সার আমদানির লক্ষ্যে শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ৭ ফেব্রæয়ারি থেকে ১৪ ফেব্রæয়ারি পর্যন্ত সউদী আরবে সফর করেছেন। গত ৮ ফেব্রæয়ারি শিল্প সচিব, সউদী আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশিঅ এবং ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ হাসানের উপস্থিতিতে সার্বিক সউদী আরবের সাথে ২ লাখ মে. টন গ্রানুলার, ১ লাখ ৫ হাজার মে: টন প্রিল্ডসহ মোট ৩ লাখ ৫ হাজার মে. টন ইউরিয়া সার আমদানির জন্য জিটুজি চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিআইসি’র পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল এবং সাবিক, সউদী আরবের পক্ষে জেনারেল ম্যানেজার (নাইট্রোজেন, বিইউ) আল-রাব্বিয়ান আবু নাসের চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে দেশে ইউরিয়া সারের মজুদ বৃদ্ধিসহ ২০১৬-২০১৭ অর্থবছরে সুষ্ঠু সার সরবরাহে সহায়ক ভূমিকা রাখবে। প্রতিনিধি দল সাবিক সউদী আরবের আল-জুবাইল শহরে অবস্থিত উৎপাদন কারখানা ও আল-জুবাইল বন্দরে সার লোডিং সুবিধাদীও পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।