Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাতঘুমে বাড়ে উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ১২:০১ এএম

বড় আকারের এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত দিনের বেলা ভাতঘুমে অভ্যস্ত তাদের উচ্চ রক্তচাপ ও স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যুক্তরাষ্ট্রে পরিচালিত এ গবেষণায় জড়িত বিজ্ঞানীরা বলছেন, ভাতঘুম নিজে হয়তো ক্ষতিকর নয়, তবে যারা ভাতঘুম দেন তাদের রাতে ভালো ঘুম হয় না, সে কারণে এসব সমস্যা দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, যারা সাধারণত দিনের বেলায় ভাতঘুম দেন তাদের সময়ের সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি সাধারণের তুলনায় ১২ শতাংশ বেশি। এছাড়া যারা কখনোই ভাতঘুম দেন না তাদের চেয়ে ভাতঘুমওয়ালাদের স্ট্রোকের ঝুঁকি ২৪ শতাংশ বেশি।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নাল (এএইচএ) হাইপারটেনশনে গত সোমবার প্রকাশিত গবেষণায় বলা হয়, ৬০ বছরের কম বয়সের যারা বেশিরভাগ দিন ভাতঘুম দেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অন্যদের তুলনায় ২০ শতাংশ বেশি। এএইচএ সম্প্রতি হৃদযন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে আটটি প্রয়োজনীয় চলকের তালিকায় ঘুমের সময় বাড়ানোকে যুক্ত করেছে।
এ গবেষণার ফলাফল আরো বেশি বাস্তব বলে মনে করার কারণ গবেষকরা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকা মানুষদের বাদ রেখে জরিপ পরিচালনা করেছেন। টাইপ ২ ডায়াবেটিকে আক্রান্ত ইতোমধ্যেই উচ্চ-রক্তচাপে আক্রান্ত, উচ্চ কোলেস্টরেল, ঘুমের সমস্যা এবং নাইট শিফটে কাজ করা মানুষদের জরিপ থেকে বাইরে রাখা হয়।
যুক্তরাজ্যের বায়োব্যাংকে ভাতঘুমের অভ্যাস নিয়ে তথ্য দেওয়া তিন লাখ ৬০ হাজার অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করা হয় গবেষণায়। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রিটিশ নাগরিকেরা বায়োব্যাংকে বিভিন্ন তথ্য দিয়েছেন। সেখান থেকেই তাদের তথ্য নেওয়া হয়েছে। সূত্র : সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ