টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
মাইক্রোসফট প্রতিষ্ঠান আগামীতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন বাজারে আনলেও হারিয়ে যাচ্ছে না উইন্ডোজ ফোন। আগামী বছরের ফেরুয়ারি মাস নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে এইচপি। এলিট এক্স থ্রি নামের এই ফোনটিতে থাকবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট বিল্টইন স্টোরেজ থাকবে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফোন আনতে এইচপির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এইচপি। প্রায় ৬ ইঞ্চির কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে ও গরিলা গ্লাস সম্বলিত ফোনটিতে পিছনের ১৫ মেগাপিক্সেল ও সেলফি তুলতে সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। মাইক্রোসফটের অর্থায়ন ও প্রযুক্তিতে মোবাইল ফোনগুলোর উৎপাদন ও বাজারজাত করবে এইচপি। তাছাড়া নতুন ফোনটিতে বিশেষ নিরাপত্তা ফিচারও অ্যাড থাকবে বলে জানা গেছে। এন্টারপ্রাইজ গ্রাহকদের লক্ষ্য করে আগামী বছরের ফেরুয়ারিতে বাজারে আসতে যাচ্ছে এ মোবাইল ফোনটি। প্রতিযোগিতামূলক স্মার্ট ফোনের বাজারে গ্রাহকদেরকে উইন্ডোজ ফোনের দিকে আকৃষ্ট করতে আরও চমক রাখতে চাইছে এইচপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।