Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধ্যাপক ইউনুসের সহধর্মিনী লুৎফুন্নেসা বেগম ছিলেন রত্নগর্ভা ও দেশপ্রেমিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৪:২০ পিএম

কুমিল্লা-৫ আসনের চার বারের সাবেক এমপি ও ডাকসুর সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মো. ইউনুসের সহধর্মিনী লুৎফুন্নেসা বেগম ছিলেন রত্নগর্ভা ও দেশপ্রেমিক।সন্তানদের মানুষ করা ছাড়াও রাজনীতিতে অধ্যাপক মো. ইউনূসের সফলতার পেছনে নেপথ্য কারিগর ছিলেন তিনি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা এসব কথা বলেন। তিনি গত ২২ জুলাই ২০১২ দুপুরে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার পথে নরসিংদীর ভুলতা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়ির ড্রাইভারসহ মৃত্যুবরণ করেন। সেদিন এই দুর্ঘটনায় গাড়িতে থাকা সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যাপক মো. ইউনুসও মারাত্মকভাবে আহত হন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পারিবারিকভাবে দিনব্যাপী ভাবগম্ভীর পরিবেশে নানা কর্মসুচী পালিত হয়।

এই উপলক্ষে গোপীনাথপুর গ্রামের বড় মসজিদে জুম্মার নামাজ শেষে কোরআন খতম ও মরহুমার কবর জিয়ারত করা হয়। শিবরামপুর এতিমখানায় কোরআন খতম করানো হয়, পরিবারের পক্ষ থেকে এতিমদের জন্য বিশেষ খাবারের ব্যবস্হা করা হয়। বাদ আসর এমপি বাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠানে মরহুমার তৃতীয় পুত্র বাংলাদেশ সরকারের উপসচিব বদরুল হাসান (লিটন), চতুর্থ পুত্র বাংলাদেশ সরকারের উপসচিব সাইফুল হাসান (রিপন), দ্বিতীয় পুত্র অধ্যাপক কামরুল হাসান (নাসিম) ও দ্বিতীয় কন্যা সেলিনা নার্গিসসহ পরিবারের অন্যান্য সদস্য, নিকট আত্মীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাছাড়া ২২ জুলাই রাতে মরহুমার চতুর্থ পুত্র বাংলাদেশ সরকারের উপসচিব সাইফুল হাসান (রিপন) এর ঢাকাস্হ বাসায় মিলাদ ও বিশেষ দোয়ার ব্যবস্হা করা হয়। মরহুমার জ্যেষ্ঠ পুত্র আমেরিকান প্রবাসী মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. নাজমুল হাসান (শাহীন) ও কনিষ্ঠ পুত্র স্কয়ার হসপিটালের চিকিৎসক ডা. মেহেদী হাসান (সুমন) সকলের কাছে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ