পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গত মঙ্গলবার রাতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ইলেকট্রনিক ভোটিংয়ে চীনকে পরাজিত করে আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর শিবলী রুবাইয়াত।
তিনি ২০২২-২৪ মেয়াদে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের জন্য এ ধরনের অর্জন এটাই প্রথম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন। বিএসইসির চেয়ারম্যান হওয়ার আগে সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তার যোগদানের পর ২০১৬ সাল থেকে পরবর্তী চার বছরে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা লাভ করে সাধারণ বিমা কর্পোরেশন। এর মধ্যে ২০১৬ সালে ২৮৫ দশমিক ৪৩ কোটি টাকা লাভ করে। ওই বছর বিমা দাবি পরিশোধ করা হয় ২০০ দশমিক শুন্য ৬ কোটি টাকা। এরপর থেকে এই ধারা বাড়তে থাকে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি লাভ করে ৩০১ দশমিক ৭৩ কোটি টাকা। ওই বছর বিমা দাবি পরিশোধ করা হয় ৩৫০ দশমিক ১১ কোটি টাকা। এরপর ২০১৮ সালে লাভ হয় ৩২৫ দশমিক শুন্য ২ কোটি টাকা। ওই বছর বিমা দাবি পরিশোধ করা হয় ৩৭৬ দশমিক ৩৬ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৯ সালে অনিরিক্ষীত হিসাব অনুযায়ী লাভ হয় ৩২৮ দশমিক ৯০ কোটি টাকা এবং বিমা দাবি পরিশোধ করা হয় ৪৬২ দশমিক ২৪ কোটি টাকা।
শিবলী রুবাইয়াত একাধিকবার ঢাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বিজনেস স্টাডিজ অনুষদের ডীন হিসেবে চারবার নির্বাচিত হন। তিনি সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এসবিসিসিআই) সাধারণ সম্পাদক ও ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্যাংকিংয়ের (ডুয়াব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তার পিতা রফিকুল ইসলাম খান অবসর নেয়ার আগ পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী হাসিনা মমতাজ। স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর। একই সঙ্গে তিনি বিটিভির একজন সংবাদপাঠিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।